নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নেত্রকোনায় কৃষক আবদুস সোবাহানকে (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অন্যজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অপর আসামি কিশোর হওয়ায় (হত্যাকাণ্ডের সময়) তাকে শিশু-কিশোর দণ্ডবিধিতে নেওয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

নিহত আবদুস সোবাহান সদর উপজেলার উত্তর বিলচুলঙ্গী (চন্দাপতিখিলা) গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদ হোসেন এবং যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেমও একই এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিল।

রায় প্রকাশের পরে মূল পরিকল্পনাকারী আবুল হাসেমের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন আদালত চত্বরেই তার ওপর হামলা চালায়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে আবুল হাসেমকে তার চাচাতো ভাই রাসেল মিয়া মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে ওই দিন রাতে গ্রামের সামনে একটি ক্ষেতে হত্যা করে লাশ মাটিচাপা দেয়। পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সেখানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে পরিবার।

ঘটনার দুদিন পর নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আবুল হাসেম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

আজ ঢাকায় বইছে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস

কমিশন নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে : গুম কমিশন

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি অনুমোদন দিল ইসরায়েল

সমর্থকদের চমকে দিয়ে অধিনায়কের নাম জানাল ঢাকা ক্যাপিটালস

৬ ঘণ্টা ধরে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

দীর্ঘ ১৮ বছর পর প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত স্কুলশিক্ষক

বরিশালে বাস ভাঙচুর, ডিসি কার্যালয়ে বিক্ষোভ

আজ রাজধানীর কোথায় কী?

১০

২০২৫ সালে সিরিয়ার শিবির ছেড়েছে তিন হাজারের বেশি পরিবার

১১

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১২

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি শুরু

১৩

গলতে গলতে পুরোপুরি বরফশূন্য হয়ে পড়ছে ভেনেজুয়েলা

১৪

অপরাধী গ্রেপ্তার না হওয়ায় রহুল কবির রিজভীর ক্ষোভ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

১৭

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

১৮

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

১৯

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

২০
X