চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ মায়ের সেবা না করায় স্ত্রীকে হত্যা

হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন স্বামী আবদুল মমিন। ছবি : সংগৃহীত
হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেন স্বামী আবদুল মমিন। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার আড়াই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। ১৬৪ ধারা জবানবন্দিতে স্ত্রী শাহিদা বেগমের স্বামী আবদুল মমিন নিজেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ জানায়, ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে গত ৩ ফেব্রুয়ারি সকালে বাড়ির টয়লেটে শাহিদা বেগমের লাশ পাওয়া যায়। এ ঘটনায় তার ছেলে মাছুম বিল্লাহ বাদী ও স্বামী আবদুল মমিন (৭৫) ১ নম্বর সাক্ষী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়। মামলার পর তদন্তকারী কর্মকর্তা এসআই হেশাম উদ্দিন গত ২৭ মার্চ আব্দুল মমিনকে নিজ বাড়ি থেকে আটক করে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২১ এপ্রিল পুলিশ মমিনকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে শাহিদা বেগমকে হত্যা করার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিস্তারিত প্রকাশ করেন।

মমিনের বরাতে পুলিশ জানায়, আবদুল মমিনের মা জীবিত এবং বয়স ১৩০ এর কাছাকাছি। তিনি চলাফেরা করতে পারেন না। মায়ের সেবা যত্ম নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায় ঝগড়া হতো। আবদুল মমিন ও তার ভাই পালাক্রমে এক মাস করে তার মায়ের দায়িত্ব নিয়ে সেবা যত্ন করতেন। মমিন তার মাকে নিজেদের অন্য একটি বাড়িতে রাখতেন।

মমিন ও তার স্ত্রী শাহিদা বেগম ধনুসাড়া পূর্বপাড়ায় তাদের নতুন বাড়িতে থাকেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করেন। তার মা যখন তার পুরোনো বাড়িতে অবস্থান করছিলেন তখন মমিন সেখানে মায়ের খোঁজ খবর নিতে যান। তখন তার মা অভিযোগ করেন, তার স্ত্রী তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ঠিকঠাক মতো সেবা যত্ন করে না।

ওইদিন গভীর রাতে মমিন তার স্ত্রী শাহিদা বেগমকে মায়ের সঙ্গে খারাপ আচরণের কথা জিজ্ঞেস করে। এতে শাহিদা বেগম গালমন্দ শুরু করেন। এ সময় মমিন তার পাশে থাকা বালিশ দিয়ে তার স্ত্রীকে নাক ও মুখে চাপ দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ পর দেখেন, তার স্ত্রী আর নড়াচড়া করছেন না। একপর্যায়ে বুঝতে পারেন, তার স্ত্রী আর বেঁচে নেই। পরে ভোর ৪টা থেকে সাড়ে ৪টায় স্ত্রীর লাশ কাঁধে করে বাড়ির উত্তর পাশে টয়লেটের রিংয়ের ভেতরে রেখে ওপরের ঢাকনাটি আবার লাগিয়ে দেন।

লাশ টয়লেটে রেখে ভোর ৫টায় আবদুল মমিন মসজিদে চলে যান। মসজিদ থেকে এসে তার ছেলেকে ফোন দিয়ে বলেন, তোমার মাকে পাওয়া যাচ্ছে না। পরে তার ছেলেসহ আশপাশের লোকজন মমিনের নতুন বাড়িতে এসে অনেক খোঁজাখুজির পর সকাল সাড়ে ৭টায় লাশ খুঁজে পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১০

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১১

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১২

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৩

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৪

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৫

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৬

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৭

বিজয় থালাপতি এখন বিপাকে

১৮

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৯

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

২০
X