নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো ছাত্রদলের দুই নেতার পাশে তারেক রহমান

পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান।  ছবি : কালবেলা
পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধারের সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো হবিগঞ্জ জেলা ছাত্রদলের দুই নেতার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারা হলেন-জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও ছাত্রদল নেতা ইয়ামিন হাসান।

শুক্রবার (২৫ এপ্রিল) হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা ও তাদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জি কে গাউস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আহত ও দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়াদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. মো. রফিকূল ইসলাম তার বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট আন্দোলনে শহীদ ও গুম হওয়া নেতাকর্মীদের স্মরণ করেন৷

তিনি বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূতভাবে হত্যার স্বীকার ২৬৯৯ জন যাদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী বলে উল্লেখ করেন। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা দেড় লক্ষাধিক মামলার কথা স্মরণ করিয়ে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন।

তিনি বলেন, বিগত আন্দোলনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই আহত হননি মাই টিভির সাংবাদিক শুভসহ অনেক সাংবাদিকও আহত হয়েছেন। তিনি সাইদুর রহমান, ইয়ামিন হাসান ও মাই টিভির সাংবাদিক শুভর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। সাইদুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আহতদের দুঃসহ স্মৃতিচারণায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আহতরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্য বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. নাবিদ আলম, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১০

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১১

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১২

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

১৩

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

১৪

যারা হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে তারাও পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন

১৫

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

১৬

পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান

১৭

নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

১৮

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাজু

১৯

বাংলাদেশে ঠেলে দিতে বিশেষ বিমানে করে ২০০ জনকে সীমান্তে আনল ভারত

২০
X