গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

বৈশাখী মেলায় জুয়া ও অশ্লীল নাচ, প্যান্ডেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

গাইবান্ধায় মেলার আড়ালে জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। ছবি : কালবেলা
গাইবান্ধায় মেলার আড়ালে জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। ছবি : কালবেলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মেলার নামে জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভেঙে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে আগেই টের পেয়ে জুয়ারি ও আয়োজনকারীরা অন্ধকারে পালিয়ে যাওয়ায় কেউ আটক কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের সঙ্গে একটি প্যান্ডেলে জাদু (ম্যাজিক) দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেলজুড়ে চলে নাচ-গানের সঙ্গে অশ্লীল নৃত্য। পাশাপাশি সেখানে বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় স্থানীয় জাকির মিয়া ও গোলজার মেম্বারের নেতৃত্বে মেলার আড়ালে অশালীন নৃত্যসহ জুয়ার আসর বসায় সংঘবদ্ধ একটি চক্র। প্রশাসনের অনুমতি ছাড়াই এমন আয়োজনে স্থানীয়রা বাধা দিলেও শোনেননি আয়োজকরা। পরে রাতে উচ্চশব্দে গান-বাজনা শুনে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশের এলাকার লোকজনসহ বিক্ষুব্ধ জনতা লাঠি হাতে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নৃত্যের প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর জুয়া খেলার সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় জুয়াড়িসহ আয়োজকরা দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর কাশদহ বাজার এলাকায় প্রতিবাদসভা করেন স্থানীয়রা। সেখানে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ। তিনি বলেন, মেলার নামে জুয়ার আসর ও অশ্লীল গান-নৃত্যের কারণে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছিল। সুন্দরগঞ্জের মাটিতে কোনো ধরনের অপকর্ম চলবে না। জুয়া-যাত্রা ও মাদকের সাথে জড়িতদের ধরে প্রয়োজনে হাত-পা ভেঙে দেওয়া হবে। এ জন্য এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

এ ছাড়া তিনি সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। তিনি বলেন, ওসি ঘুষ নিয়ে এসব চালাতে সহযোগিতা করেন। আমরা ফোন দিলে উল্টো বলেন আপনারা কীভাবে থামাতে পারেন থামান। আমরা এ রকম ওসি উপজেলায় চাই না।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ জানান, মেলার আয়োজনের বিষয়টি কেউ তাদের বলেনি। রাতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে মেলায় থাকা প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন দিয়েছে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। মাদক-জুয়াসহ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে। জুয়াসহ যেকোনো অপরাধে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে 

চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করার চরম পরিণতি

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বললেন কারাবন্দি ইমরান খান

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

১০

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

১১

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

১২

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১৪

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১৫

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৬

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৭

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৮

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

২০
X