কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এর আগে আগুনসন্ত্রাস এবং হরতাল দিয়ে তাণ্ডব সৃষ্টি করেছিল। এবারও আন্দোলনের নামে যা খুশি তা করতে চাইলে তাদের সমুচিত শিক্ষা দেওয়া হবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও নারীদের মধ্যে ঢেউটিন, নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। আন্দোলন করছে নির্বাচন করতে দেবে না। সংবিধানের আলোকে নির্বাচন হবে। বিএনপিকে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘এক সময় এ দেশে ছনের-খড়ের-পাটকাঠির ঘরই বেশি ছিল। আবার এসব ঘর নির্মাণেও অনেকের সামর্থ্য ছিল না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ফলে ছন-খড়-পাটকাঠির ঘর আজ দেখাই যায় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের একটি মানুষও ঘরহীন থাকবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কেউ ঘরহীন, ভূমিহীন থাকবে না। তিনি গৃহহীনদের পর্যায়ক্রমে জমিসহ পাকা ঘর করে দিচ্ছেন। আগামী দুই বছরের মধ্যে কেউ ঘরহীন থাকবে না।’
অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র ছিদ্দিক হোসেন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন