দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ বাবার পাশেই সমাহিত হলেন লামিয়া

পটুয়াখালীর দুমকিতে লামিয়ার জানাজায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
পটুয়াখালীর দুমকিতে লামিয়ার জানাজায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ বাবা জসিম উদ্দিনের পাশেই সমাহিত করা হয়েছে লামিয়াকে। এর আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে সড়ক পথে পটুয়াখালীর দুমকি উপজেলার নিজ গ্রাম আলগিতে পৌঁছান লামিয়ার স্বজনরা। লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা শেষে শহীদ পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। জানাজা শেষে তিনি বলেন, একটি নিরাপদ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আবু সাইদ, আহনাফ, মুগ্ধরা আত্মত্যাগ করেছে। এখনো কেন দেশের প্রত্যন্ত এলাকায় পাড়া-মহল্লায় বখাটেরা রাজত্ব করবে। আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য একটি নিরাপদ দেশ চাই।

জানাজায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, আগামী ৯০ দিনের মধ্যে আমরা আসামিদের প্রকাশ্য মৃত্যুদণ্ড চাই। প্রকাশ্যে দিতে না পারলেও মৃত্যুদণ্ড কার্যকরের চিত্র জনসম্মুখে দেখানোর আহ্বান জানাই যাতে ভবিষ্যতে এমন পৈশাচিক কাজ করার সাহস আর কেউ না পায়।

লামিয়ার জানাজায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জর মোহাম্মদ ইজাজুল হক, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য কৃষিবিদ ফাহিম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষনেতাসহ হাজারো মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেওয়া এলাকাবাসি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লামিয়ার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় শহীদ কন্যা কলেজছাত্রী লামিয়া (১৭) নিজ বাড়ি থেকে পাশের গ্রামে নানা বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পরের দিন ১৯ মার্চ নিজেই বাদি হয়ে অভিযুক্তদের ২ জনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। আসামিদ্বয় এখনও কারাগারে আছে।

এ ঘটনায় লোকলজ্জা ও সামাজিক নানা চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়লে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকার শেখেরটেকে ভাড়া বাসায় চলে যান। গত শনিবার রাত ১০টায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

রোববার সকালে ময়নাতদন্ত সম্পন্নের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করলে দুপুরে সড়ক পথে দুমকি উপজেলার নিজ গ্রাম আলগির উদ্দেশে রওয়ানা দেন স্বজনেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১০

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১১

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১২

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৩

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৪

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৫

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৬

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৭

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৮

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

১৯

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত  

২০
X