সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:০৫ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মে দিবসের র‍্যালিতে শ্রমিকদের দুগ্রুপের মারামারি

জামালপুরে শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা
জামালপুরে শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষ। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালিতে শ্রমিকদের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রমিক নেতা দুল্লু, রুবেল মিয়া ও ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব ও বরকতউল্লাহ।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে সরিষাবাড়ী থানা ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিকস এবং প্লাম্বার মিস্ত্রী অ্যাসোসিয়েশনের ব্যানারে একটি র‌্যালি উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। এ সময় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদারের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর আসে। তারা পেছন থেকে আগে যেতে চাইলে র‌্যালির লোকজন পাশ দিয়ে জায়গা দিচ্ছিল না। পরে একাধিকবার মোটরসাইকেলের হর্ন দেওয়ার পর তারা সাইড দেয়।

পরে শ্রমিক দলের লোকজন পাশ কাটিয়ে সামনে গিয়ে মোটরসাইকেল থামিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় উভয়ের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। শ্রমিক দলের লোকজন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। এরপর ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় শ্রমিক নেতা দুলাল মিয়া দুল্লু গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার বলেন, আমরা তারাকান্দি এলাকা থেকে মে দিবস উদযাপন উপলক্ষে ৫০-৬০টি মোটরসাইকেলের একটি বহর উপজেলার দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে ২৫-৩০ লোকের একটি র‌্যালি পড়ে। পরে সাইড চাইলে তারা সাইড না দিয়ে উত্তেজিত হয়। পরে এ নিয়ে উভয়ের মধ্যে সামান্য তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। শুনছি উপজেলা পরিষদে প্রাঙ্গণে গিয়ে আবারও তারা হাতাহাতির ঘটনা ঘটিয়েছে।

এদিকে ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ গালিব বলেন, এটা নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি। এ ছাড়া অন্য কিছু নয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, মে দিবস উদযাপন উপলক্ষে রাস্তায় র‌্যালিতে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

চুল পড়া রোধ করবে যে জিনিস

ডাকসু নির্বাচন, আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

বুয়েটের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা

১০

বিমানের নতুন চেয়ারম্যান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য : খোকন

১২

ডাকসু নির্বাচন / আচরণবিধি সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তিতে টাস্কফোর্স গঠন

১৩

দ্বিতীয় ইরান হয়ে উঠছে ইয়েমেন, হিসাব মেলাতে পারছে না ইসরায়েল

১৪

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

১৫

দেশে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

১৬

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

১৭

জেলেই মারা গেলেন আসামি, কবরে গিয়ে ক্ষমা চাইল পুলিশ

১৮

এবার ভারতের পানিতে ডুববে পাকিস্তান!

১৯

চীন থেকে দুই জাহাজ কিনছে সরকার

২০
X