পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাঁধ নির্মাণকাজ ৩ দিন বন্ধ রাখতে বিএসএফের অনুরোধ 

বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সরাসরি বাধা না দিয়ে এবার ফেনীর পরশুরামের বল্লারমুখা বেড়িবাঁধের নির্মাণকাজ তিন দিন বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বিলোনিয়া সীমান্তে বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে বিজিবির কাছে এই অনুরোধ জানান তারা।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরপর দুই দফা বেড়িবাঁধ নির্মাণকাজ বাধা দেন। এবারই প্রথম বিএসএফ সরাসরি বাধা না দিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বিজিবির প্রতি অনুরোধ জানিয়েছেন। পতাকা বৈঠকে শনি, রবি ও সোমবার পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় ৪৩ বিএসএফ এর বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এল কে হাকিম নেতৃত্বে ভারতীয় বিএসএফের ৭ সদস্য উপস্থিত ছিলেন। বিলোনিয়ার মেইন পিলার ২১৬০ এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় বিএসএফ বল্লারমুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে পাউবোর উদ্যোগে ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু পরপরই বিএসএফ বাধা দেয়।

জানা গেছে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড অর্থায়নে বল্লারমুখা বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম সম্পন্ন হলে সীমান্তবর্তী ওপারে ভারতের ঈশানচন্দ্রনগর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী নাগরিকরা বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার লক্ষে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, ২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লারমুখার বাঁধ নির্মাণ কাজ ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। সাময়িক কাজ বন্ধ রাখার জন্য ভারতীয় বিএসএফের অনুরোধের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে গিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১০

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১১

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১৩

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৫

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৬

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৭

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৮

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৯

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

২০
X