পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বাঁধ নির্মাণকাজ ৩ দিন বন্ধ রাখতে বিএসএফের অনুরোধ 

বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

সরাসরি বাধা না দিয়ে এবার ফেনীর পরশুরামের বল্লারমুখা বেড়িবাঁধের নির্মাণকাজ তিন দিন বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে বিলোনিয়া সীমান্তে বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে বিজিবির কাছে এই অনুরোধ জানান তারা।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরপর দুই দফা বেড়িবাঁধ নির্মাণকাজ বাধা দেন। এবারই প্রথম বিএসএফ সরাসরি বাধা না দিয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বিজিবির প্রতি অনুরোধ জানিয়েছেন। পতাকা বৈঠকে শনি, রবি ও সোমবার পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গেছে, বিএসএফের অনুরোধে কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদার হাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারতীয় ৪৩ বিএসএফ এর বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর এল কে হাকিম নেতৃত্বে ভারতীয় বিএসএফের ৭ সদস্য উপস্থিত ছিলেন। বিলোনিয়ার মেইন পিলার ২১৬০ এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় বিএসএফ বল্লারমুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে পাউবোর উদ্যোগে ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু পরপরই বিএসএফ বাধা দেয়।

জানা গেছে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড অর্থায়নে বল্লারমুখা বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম সম্পন্ন হলে সীমান্তবর্তী ওপারে ভারতের ঈশানচন্দ্রনগর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী নাগরিকরা বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করার লক্ষে ভারতীয় বিএসএফ বিজিবির কাছে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, ২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লারমুখার বাঁধ নির্মাণ কাজ ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। সাময়িক কাজ বন্ধ রাখার জন্য ভারতীয় বিএসএফের অনুরোধের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা বাঁধ নির্মাণকাজ পরিদর্শনে গিয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

১০

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

১১

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

১২

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

১৩

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

১৪

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

১৫

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

১৬

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

১৭

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

১৮

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

১৯

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

২০
X