পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে বিএসএফের বাধা

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুননির্মাণে বিএসএফের বাধা। ছবি: কালবেলা
পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুননির্মাণে বিএসএফের বাধা। ছবি: কালবেলা

ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বল্লামুখা বেড়িবাঁধ নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে বিএসএফের বাধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন বাঁধ নির্মাণকাজ চালু রেখেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ভারতীয় বিএসএফ বাঁধ নির্মাণে বাধা দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় ভারতীয়দের সহযোগিতায় বিএসএফ বল্লামুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু পরপরই বৃহস্পতিবার সকালে বিএসএফ বাধা দেয়। এদিকে বাঁধ নির্মাণে বাধার কারণে নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত বছরের ২০ আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে পরশুরামের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি পানির স্রোতে তলিয়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছে। একই সময়ে মুহুরী নদীর তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লামুখা বেড়িবাঁধ কেটে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয়রা জানান, বল্লামুখা বেড়িবাঁধে ১৯০ মিটারের কাজে বিএসএফ বাধা প্রদান না করলেও অপর অংশের ৭০ মিটার বাঁধ পুনর্নির্মাণে বাধা প্রদান করে। ৭০ মিটার বাঁধের অংশে ৩০ মিটার দুদেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে বলে ভারতীয় বিএসএফ এমন অভিযোগ করে বেড়িবাঁধ পুনর্নির্মাণে বাধা প্রদান করে।

ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা কালা মিয়া (৪০) বলেন, বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পের সদস্যরা আমাদেরকে কাজ অব্যাহত রাখতে বলেছেন।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, বল্লামুখা বাঁধের কাজ ঠিকাদার অব্যাহত রেখেছে বলে জেনেছি।

এ ব্যাপারে বিজিবির ফেনীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, ১৫০ গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। ৩০ মিটার জায়গায় আপত্তির বিষয়ে দ্বিপাক্ষিক কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১০

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১১

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১২

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৩

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৪

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৫

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৬

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১৭

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১৮

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৯

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X