পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে বিএসএফের বাধা

পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুননির্মাণে বিএসএফের বাধা। ছবি: কালবেলা
পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ পুননির্মাণে বিএসএফের বাধা। ছবি: কালবেলা

ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে বল্লামুখা বেড়িবাঁধ নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে বিএসএফের বাধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন বাঁধ নির্মাণকাজ চালু রেখেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ভারতীয় বিএসএফ বাঁধ নির্মাণে বাধা দেয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

গত বছরের ২০ আগস্টের ভয়াবহ বন্যায় ভারতীয়দের সহযোগিতায় বিএসএফ বল্লামুখা বেড়িবাঁধের বাংলাদেশের অংশে কেটে দিলে পরশুরামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। পানি শুকিয়ে গেলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে বাঁধ পুনঃনির্মাণের কাজ শুরু করেন। কিন্তু কাজ শুরু পরপরই বৃহস্পতিবার সকালে বিএসএফ বাধা দেয়। এদিকে বাঁধ নির্মাণে বাধার কারণে নিজ কালিকাপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে দ্বিপাক্ষিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত বছরের ২০ আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে পরশুরামের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক হাজার পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি পানির স্রোতে তলিয়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছে। একই সময়ে মুহুরী নদীর তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লামুখা বেড়িবাঁধ কেটে দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

স্থানীয়রা জানান, বল্লামুখা বেড়িবাঁধে ১৯০ মিটারের কাজে বিএসএফ বাধা প্রদান না করলেও অপর অংশের ৭০ মিটার বাঁধ পুনর্নির্মাণে বাধা প্রদান করে। ৭০ মিটার বাঁধের অংশে ৩০ মিটার দুদেশের সীমান্তের ১৫০ গজের মধ্যে বলে ভারতীয় বিএসএফ এমন অভিযোগ করে বেড়িবাঁধ পুনর্নির্মাণে বাধা প্রদান করে।

ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা কালা মিয়া (৪০) বলেন, বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পের সদস্যরা আমাদেরকে কাজ অব্যাহত রাখতে বলেছেন।

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, বল্লামুখা বাঁধের কাজ ঠিকাদার অব্যাহত রেখেছে বলে জেনেছি।

এ ব্যাপারে বিজিবির ফেনীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন জানান, ১৫০ গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে। ৩০ মিটার জায়গায় আপত্তির বিষয়ে দ্বিপাক্ষিক কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

১০

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

১২

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১৩

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১৪

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১৫

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৭

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৯

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

২০
X