মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের চাঁদা উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ১০

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পার্কিংয়ের চাঁদা উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (৩ মে) সকালে টঙ্গীর ন্যাশনাল টিউব রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহির হোসেন সোহাগ (সোহাগ ভান্ডারী) (৩৮), শাহাদাৎ হোসেন (৩৫), ফারুক জোয়ার্দার (৪২), হেলাল মিয়া (৩৩), ইউসুফ হোসেন (৩২), আবু সাঈদ (৪৫), মোহর আলীসহ (২৮) ১০ জন।

আহত গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া ও গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে আজাদ হোসেন অবৈধভাবে রাস্তার পাশে ট্রাক ও কাভার্ডভ্যান পার্কিং থেকে চাঁদা উত্তোলন করে আসছে। আমরা গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি এর বিরোধিতা করলে কিছুদিন আগে আজাদ আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং আমাদের নানা হুমকি প্রদান করে।

তিনি আরও বলেন, আজ সকালে পার্কিং করা আমাদের গাড়ি পাহারা দেওয়ার সময় আব্দুর রশিদ ভূইয়া ও এ কে আজাদের নির্দেশে শ্রমিক ইউনিয়নের নেতা সেলিম, মারুফ, আজগর, আইয়ূবের উপস্থিতিতে হেলমেট ও মাস্ক পরে প্রায় ১০০-১৫০ জন সন্ত্রাসী বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমরা অন্তত ১০ জন গুরুতর আহত হই। বর্তমানে সকলেই শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, শহীদ তাজউদ্দিন আহমেদ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত নাইটগার্ড বেল্লাল হোসেন বলেন, ট্রাক টার্মিনালের সভাপতি ও সেক্রেটারির নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। আমি একজন সাধারণ নাইট গার্ড। তারা আমাকেও নির্মমভাবে মেরেছে। কিছু বুঝে উঠার আগেই ট্রাক ভর্তি সন্ত্রাসীরা এসে লোহার রড ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। আমি গুরুতর আহত হয়েছি। মাথায় ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছি।

আহত গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সোহাগ ওরফে সোহাগ ভান্ডারীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূইয়া বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ভোরে চাঁদা উঠানোকে কেন্দ্র করে গাড়ির চালকরা বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে শ্রমিকদের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন বলেন, সম্প্রতি কিছু লোক ট্রাকচালকদের কাছ থেকে জোড় পূর্ব চাঁদা উত্তোলন করছে তারই পরিপ্রেক্ষিতে রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে শুনেছি সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ আমার জানা নেই।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১০

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১১

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১২

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৪

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৫

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৬

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৮

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৯

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

২০
X