বগুড়ায় দুই সাংবাদিককে মারধরের মামলায় নিষিদ্ধ সংগঠন শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ মে) সকালে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবির শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৬ এপ্রিল বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় ফ্রেশ জুস বারের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর উত্তরাঞ্চল প্রতিনিধি খোরশেদ আলম ও বগুড়া লাইভ-এর সাংবাদিক আসাফুদৌলা নিয়নকে মারধর করা হয়। এ ঘটনায় সদর ও শাজাহানপুর থানায় অস্ত্র আইনসহ দুটি মামলা দায়ের হয়।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবিরকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে আবির পলাতক ছিলেন। শনিবার দুপুরে তাকে অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন