সিলেট ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে সিলেটে ফুঁসে উঠেছে চা শ্রমিকরা

বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেটে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেটে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে সিলেট-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চা শ্রমিকরা। রোববার (০৪ মে) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করেন হাজারো চা শ্রমিক। এ সময় পাঁচ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে জানায় তারা।

পরে প্রশাসনের আশ্বাসে দাবি আদায়ে লিখিত প্রতিজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার করা হয়। যদিও দাবি আদায় না হলে আবারও কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন চা শ্রমিকরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, রোববার সকাল থেকেই বিক্ষুব্ধ চা শ্রমিকরা রাস্তায় জড়ো হতে শুরু করেন। দুপরে ১২টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করেন হাজারো চা শ্রমিক। এ সময় বিভিন্ন দাবি লেখা প্লেকার্ড নিয়ে স্লোগান করেন তারা। দুপুর থেকে শুরু হওয়া অবরোধের ফলে ব্যস্ততম বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রায় তিন ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে দাবি আদায়ে লিখিত প্রতিজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতিতে চা শ্রমিকদের পাঁচজন প্রতিনিধি উপজেলা প্রশাসন কার্যালয়ে যায়। বাকি শ্রমিকরা বিকেল ৩টার দিকে সড়কের অবরোধ ছেড়ে পার্শ্ববর্তী মালনীছড়া চা বাগানে অবস্থান নেন। লিখিত প্রতিশ্রুতি হাতে না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন তারা।

এ সময় চা শ্রমিক নেতা অজিত রায় বলেন, পাঁচ মাস ধরে আমাদের বেতন ও রেশন বন্ধ। কতগুলো মানুষ না খেয়ে রয়েছে কেউ খবর নেয় না। কার্ড নিয়ে গেলেও তাদের রেশন দেওয়া হয়নি। দুর্বিষহ জীবন আপনারা তো দেখেননি। আমাদের নির্দিষ্ট করে লিখিত আকারে জানাতে হবে কবে আপনারা এ সমস্যার সমাধান করতে পারবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়্যাৎ বলেন, প্রশাসন তাদের সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চা শ্রমিকদের বকেয়া বেতনসহ যা দাবি ও যে সমস্যাগুলো আছে তা যেন দ্রুত সময়ের মধ্যে দূর হয় সেজন্য কাজ করা হচ্ছে। তাদের ৫ জন প্রতিনিধি পঞ্চায়েতসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসে তাদেরকে লিখিতভাবে জানানোর চেষ্টা করা হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা / মৃত্যু ভয়ে মাটির নিচে আশ্রয় নিল ৩০ লাখ ইসরায়েলি

‘সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি’

নেতৃত্বে মেহেদী, স্কোয়াডেই নেই মিরাজ—বিসিবির ব্যাখ্যায় চমক

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা

হাসনাতের গাড়িতে হামলা, এনসিপির বিক্ষোভ মিছিল

পুলিশের সামনেই গুলি, আহত ৪

তুর্কি আকাশে তালা, কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল

পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দিন ধরে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কোরআনে হাফেজের

সরকারি জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

১০

গাবতলী পশুর হাটের ইজারায় প্রক্রিয়াগত ভুল অনুসন্ধানে কমিটি গঠন

১১

এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দ

১২

নির্বাচন নিয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে জাপান : আমির খসরু

১৩

পরীক্ষায় নকল সরবরাহ, দুই যুবকের কারাদণ্ড

১৪

গাজীপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আ.লীগের ২২৬ জনের নামে মামলা

১৫

লুক্সেমবার্গে সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার বিনিয়োগ ফ্রিজের আদেশ

১৬

এমবাপ্পের জোড়া গোলে শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল

১৭

গণমাধ্যমের স্বাধীনতা একটি রাষ্ট্র বিকাশের অপরিহার্য উপাদান : ইসলামী আন্দোলন

১৮

বিধি সংশোধনের আগেই পাবনার আদালতে ‘তড়িঘড়ি নিয়োগ’ নিয়ে প্রশ্ন

১৯

বাংলাফ্যাক্টের গবেষণা / জুলাইয়ে আন্দোলনকারী ও পরিবারের ওপর ৩৬ হামলা

২০
X