সিলেট সদর উপজেলায় ধানক্ষেত ও বাড়ির উঠান থেকেও সাদাপাথর উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াৎ। অভিযানে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
জানা গেছে, সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে পরিচালিত অভিযানে ধানক্ষেত এবং কারও কারও বাড়ির উঠান, পথের ধারে ঘাস, লতাপাতায় লুকানো অবস্থায় এসব পাথর রাখা হয়েছিল।
এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাসেত সরকার বলেন, আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর তা জানানো হবে।
সিলেট সদর উপজেলার ইউএনও খোশনুর রুবাইয়াৎ কালবেলাকে বলেন, ধানক্ষেত ও বাড়ির উঠান থেকে প্রায় ৫ হাজার ১০০ ফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাথরগুলো যথাস্থানে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশ থেকে পাথর জব্দ করা হয়। এ ছাড়া জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া জাফলংয়ের বিয়াই রেস্টুরেন্টের পেছন থেকে আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
অন্যদিকে একইদিন সকালে সিলেটের একটি গ্রামের মাটি ও বালুর নিচ থেকে লুট হওয়া আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। সকাল থেকে অভিযান চালিয়ে সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও মহালদি গ্রাম থেকে পাথর জব্দ করা হয়।
মন্তব্য করুন