সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

রেলিক সিটির সাইনবোর্ড। ছবি : সংগৃহীত
রেলিক সিটির সাইনবোর্ড। ছবি : সংগৃহীত

সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নে গড়ে ওঠা অননুমোদিত আবাসিক প্রকল্প ‘রেলিক সিটি’র বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৫ মে) রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখা থেকে পাঠানো এক নোটিশে প্রকল্প কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, রেলিক সিটিকে তাদের প্রকল্প এলাকায় থাকা সাইনবোর্ড সরিয়ে নিতে হবে এবং যেকোনো ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। একই সঙ্গে ভরাট করা জমির বালু ও মাটি অপসারণ করে রাজউককে অবহিত করতে হবে। অন্যথায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

রাজউক জানায়, গ্রামবাসী আতাউর রহমানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ‘রেলিক সিটি’ প্রকল্পটি রাজউকের অনুমোদন না নিয়েই কৃষি জমিতে নির্মাণ কাজ পরিচালনা করছে। এলাকাজুড়ে সাইনবোর্ড, সীমানা প্রাচীর ও সাইট অফিসও রয়েছে।

প্রকল্পের লে-আউটে দেখা যায়, কুমারন, রাজারবাগ, কমলাপুর, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া ও বিলঘাবিল মৌজার অন্তত ৮,২৭১ বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে এ প্রকল্প। তবে রাজউক বলছে, এসব জমি সাধারণ জলাধার ও কৃষি জমি হিসেবে সংরক্ষিত, যা ‘ড্যাপ’ অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।

রাজউক আরও জানায়, এ ধরনের অনুমোদনহীন আবাসন প্রকল্প পরিচালনা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫, ১৯ ও ২০ ধারা এবং ২০০৪ সালের ভূমি উন্নয়ন বিধিমালার ১৬(৩) ধারা লঙ্ঘন করে। অনুমোদন ছাড়া কোনো প্লট বা ভবন বিক্রি, বরাদ্দ এবং বিজ্ঞাপন সম্পূর্ণ অবৈধ। এমনকি নিবন্ধন ছাড়া আবাসন ব্যবসা পরিচালনায় দুই বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

রাজউকের কর্মকর্তারা জানান, এ বিষয়ে কঠোর নজরদারি শুরু হয়েছে এবং প্রয়োজন হলে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পরীক্ষা দিতে গিয়ে আটক জাবিপ্রবির ছাত্রলীগ নেতা

স্বাস্থ্য পরামর্শ / হাইপোসপেডিয়াস হলে ১৮ মাসের মধ্যে অপারেশন করা উচিত

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

১০

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

১১

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

১২

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

১৩

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

১৪

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

১৫

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

১৬

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৭

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

১৮

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

১৯

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

২০
X