কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটককে মারধর করে টাকা ছিনতাই, যুবদল নেতাসহ আটক ৩

কুয়াকাটা সমুদ্র সৈকত। ছবি : সংগৃহীত
কুয়াকাটা সমুদ্র সৈকত। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে রেখে এক পর্যটককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মহিপুর থানায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পর্যটক তুহিন।

এর আগে সোমবার (৫ মে) রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে এ ঘটনা ঘটে। তিনি ঢাকা মিরপুর এলাকার শেওড়াপারার বাসিন্দা।

আটক তিনজন হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আবাসিক হোটেলের ভাড়াটিয়া মালিক মো. বেলাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) ও শাকিল (২৪)। অভিযোগের অপর আসামি মো. ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই করে হোটেলের ভাড়াটিয়া মালিকপক্ষ। আরও দুই লাখ টাকা চাঁদার দাবিতে ১০২ কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে রাখা হয়। আটক পর্যটক তুহিন জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল করেন। পরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় মহিপুর থানায় চারজনের নামে একটি মামলা হয়েছে।

ভুক্তভোগী পর্যটক তুহিন বলেন, গত চারদিন আগে কুয়াকাটার ব্লু বার্ড নামের একটি আবাসিক হোটেলে উঠি। ১ হাজার টাকা ভাড়া চুক্তিতে চারদিন থাকি। তবে হোটেল কর্তৃপক্ষ বেল্লাল হোসেন ও তার সহযোগীরা আমার কাছে ৪ দিনে ১২ হাজার টাকা দাবি করলে তা দিতে অপারগতা প্রকাশ করি। এরপর তারা রুমে এসে আমাকে মারধর করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে হোটেল কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে আমি জরুরি সেবা ৯৯৯ কল করে সাহায্য চাইলে মহিপুর থানা গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ হাওলাদার পালিয়ে যান।

অভিযোগ রয়েছে, কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি বেলাল হোসেনসহ কয়েকজন হোটেলটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চালাচ্ছেন। পর্যটক পরিচয়দানকারী তুহিন ওই হোটেলে বিভিন্ন সময় পতিতা সাপ্লাই দিতেন। তাদের মধ্যে লেনদেনসংক্রান্ত জটিলতায় এ ঘটনার সৃষ্টি হয়েছে এমনটাই দাবি করেছেন বেলাল হোসেন বলেন।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর মাধ্যমে জানতে পারি কুয়াকাটার ব্লু বার্ড হোটেলে একজন পর্যটককে মারধর করে আটকে রাখা হয়েছে। পুলিশ পাঠিয়ে হোটেলের ১০২ নম্বর রুম থেকে তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে তিনজনকে আটক করে। এ বিষয়ে মহিপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামি ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢল নামে পেশাজীবীদের

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত / খালেদা জিয়ার আগমনে গণতন্ত্রের পথ সুগম হবে

খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজপথে ছিলেন এ্যাবের প্রকৌশলীরা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত

যুদ্ধকালীন সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের সাধারণ মানুষ

মসজিদের এসি বন্ধ করে দিলেন ইউএনও

আবারও বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি কত?

পুণ্ডরীক ধামে ফরহাদ মজহার, চিন্ময় দাসের মাকে দিলেন সান্ত্বনা

পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী

১০

নাটোরের প্রবীণ সাংবাদিক পিপলু মারা গেছেন

১১

রাবি অ্যালামনাই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপি-জামায়াত

১২

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

১৩

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

১৪

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

১৫

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

১৬

অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ

১৭

সিলেটে আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

১৮

পাকিস্তানকে চোখ রাঙিয়ে ভারতের বিশাল সামরিক মহড়া

১৯

রাজধানীর নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান

২০
X