চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধাম মন্দিরে গিয়েছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। মঙ্গলবার (০৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার মেখলে পুণ্ডরীক ধামে গিয়ে তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা দেন।
চিন্ময় দাসের মুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ফরহাদ মজহার। এরপর দুপুরে সেখানে প্রসাদ খেয়ে ১টার পর হাটহাজারী ত্যাগ করেন তিনি। পুণ্ডরীক ধামে ফরহাদ মজহারের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী।
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিয়ে আগে থেকেই সোচ্চার হতে দেখা গেছে ফরহাদ মজহারকে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি হয়। এ সময় তাকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। ওই নির্দেশের অল্প সময়ের ব্যবধানেই পুণ্ডরীক ধামে যান ফরহাদ মজহার।
হাটহাজারীর পুণ্ডরীক ধাম মন্দির সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার আগেও ফরহাদ মজহার এখানে এসেছিলেন। তিনি এসে নানাভাবে চিন্ময় দাসের মাকে সান্ত্বনা দেন। তিনি তাকে (চিন্ময়ের মা) ধৈর্য ধারণ করার অনুরোধ করেন।
চিন্ময়ের গ্রেপ্তারের পর থেকেই ফরহাদ মজহারকে বিভিন্ন সময় সোচ্চার থাকতে দেখা গেছে। গত বছরের ২৬ নভেম্বর ফেসবুকে এক পোস্টে ফরহাদ মজহার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন