কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে’

কুলাউড়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও সাবেক এমপি আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকীর স্মরণসভা। ছবি : কালবেলা
কুলাউড়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও সাবেক এমপি আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকীর স্মরণসভা। ছবি : কালবেলা

মেগা প্রকল্পের মাধ্যমে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন আবার নতুনভাবে বিএনপি এবং জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। যাতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব অশুভ শক্তিকে মোকাবিলা করে আগামী নির্বাচনেও এ সরকারকে রাষ্ট্রক্ষমতায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

রোববার (২৭ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং একুশে পদকপ্রাপ্ত সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী কথাগুলো বলেন।

অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা ও ধারাবাহিক উন্নয়নের ফলে দেশে পদ্মা সেতু, কর্ণফুলি টার্নেল, মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেসওয়েসহ একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দেশ আজ খাদ্য, বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পন্ন। তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ সারা দেশে। আগামী ৭ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এ দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল তারাই আবার বঙ্গবন্ধুর অবর্তমানে ৭৫ পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজ করেছিল। তাদের মধ্যে একজন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য অবিচল থেকে কাজ করেছিলেন তিনি। যতদিন এ দেশ থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মোছা যাবে না। ঠিক তেমনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারদের নামও মোছা যাবে না। আব্দুল জব্বারের উত্তরসূরিরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রক্ষমতায় রাখতে একইভাবে কাজ করে যাবেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যটনের বিকাশে বৃহত্তর সিলেটবাসী ও প্রবাসীদের স্বার্থে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাজ্যের হিথ্রো ও ম্যানচ্যাস্টারে বিমান চালু করেছি। বন্ধ থাকা সব বিমানবন্দর চালু হলে দেশের অর্থনীতির ও যোগাযোগ ব্যবস্থার বিকাশ হবে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শমসেরনগর বিমানবন্দরটি চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি পাঠানো হয়েছে। শিগগিরই শমসেরনগর বিমানবন্দরসহ সব বন্ধ থাকা বিমানবন্দর চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধুর প্রথম পদচারণা যে উপজেলায় হয়েছিল সেই কুলাউড়ায় তার সহযোগী হিসেবে ছিলেন আব্দুল জব্বার। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। আজকের এই অনুষ্ঠান থেকে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ঘাতকেরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু তার ঘনিষ্ঠ সহচররা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করেছিলেন। তার মধ্যে আব্দুল জব্বার অন্যতম।

তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পিতার আদর্শে উজ্জীবীত হয়ে শ্রম দিয়ে যাচ্ছেন।

আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভায় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ ও মরহুমা আব্দুল জব্বারের পুত্র মো. আবু জাফর রাজুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১০

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১২

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

১৩

ভোলায় নতুন অর্থনৈতিক অঞ্চল / এক লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক

১৫

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

১৬

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

১৭

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৮

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

১৯

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

২০
X