স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কদরকে ‘জিয়া মঞ্চ’ ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে ‘আলমগীর কবির’ নামের একটি ফেসবুক আইডিতে কদরকে অভিনন্দন জানিয়ে এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্র প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়।
এতে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেনের স্বাক্ষর রয়েছে। একই চিঠিতে দেখা যায়, ফরিদপুর জেলার জিয়া মঞ্চের সভাপতি করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম হোসেনকে।
জানা গেছে, ২০২১ সালের ৫ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়।সে কমিটিতে কামরুজ্জামান কদর, সেলিমুজ্জামান সেলিম এবং হারিচুর রহমান সোহানকে সহসভাপতি, সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে ওই কমিটির সদস্য হারিচুর রহমান সোহান কারাগারে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন বলেন, জিয়া মঞ্চ বড় একটি সংগঠন, সারা দেশে কমিটি হচ্ছে। যদি কোনো ফ্যাসিস্ট গোপনে ঢোকার চেষ্টা করে আর সেটা আমরা জানতে পারি, তাহলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
মন্তব্য করুন