ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে ইয়াসিন খালাসী নামের এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন দুজন।
শনিবার (১০ মে) রাত ১০টায় উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন খালাসী (১৯) থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ফকু শেখের ছেলে রায়হান শেখ (১৮) ও তার আত্মীয় কাশেমপুর এলাকার সজীব মাতব্বর।
এলাকাবাসী সূত্রে জানা যায়, থানমাত্তা গ্রামে একটি বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে কয়েক মাস আগে জাহাঙ্গীর খালাসির গ্রুপের সঙ্গে বাদশা শরীফ ও আলমগীর শরীফের সংঘর্ষ হয়। এ নিয়ে মামলা চলছে। সেই জেরে শনিবার রাত ১০টার দিকে থানমাত্তা বটতলা এলাকা থেকে ইয়াসিন খালাসিকে পাশের ফুলমাল্লিক গ্রামের আউয়াল বেপারীর ছেলে ইসমাইল বেপারীকে দিয়ে রায়হান ও সজীবসহ আরও কয়েকজন ডেকে নিয়ে যায়।
আরও জানা গেছে, পরে পাশের নির্জন এলাকার ব্রিজের ওপর নিয়ে ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় রায়হানও গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ইয়াসিন ও রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বটতলায় আসর বসিয়ে বহু বছর ধরে জাহাঙ্গীর খালাসির দলের এক ভক্ত রাতভর গান বাজনা করতেন। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী সেই কাজ করতে থাকে। এ বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করে, আসর বসা সেই বটগাছের একটি ডাল পাশের দোকানের ওপর গেলে আলমগীর শরীফের পক্ষের একজন কেটে ফেলায় বিরোধ শুরু হয়। এ ঘটনার জেরে ইয়াসিনকে হত্যা করা হয়।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে ডেকে নিয়ে খুন করা করা হয়েছে। যারা ডেকে নিয়েছে তাদের মধ্য থেকে একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন