নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আট দিনে ৭ খুন

নরসিংদী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নরসিংদী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ ও পারিবারিক কলহের জেরে নরসিংদীতে অস্থিরতা দিন দিন বেড়েই চলছে। ঘটছে একের পর এক খুনের ঘটনা। গত ৩০ দিনে জেলার বিভিন্ন উপজেলায় খুন হয়েছেন ১২ জন এবং শিশুসহ সাতজন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে গত ৮ দিনেই সাতজন খুন হয়েছেন। এতে জেলাজুড়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

গত ১৩ এপ্রিল রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন দুপুরে শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে নিজ ঘর থেকে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

২২ এপ্রিল, সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বারকে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৯ এপ্রিল সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় রাজু মিয়া (৪০) নামে একজনের মরদেহ এবং ১৮ এপ্রিল রাতে একই থানার বালুসাইর এলাকায় গলায় ওড়না পেঁচানো মানছুরা বেগম (৩৫) নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত ২ মে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামে পুকুরে পানিতে ভেসে উঠে হাবিব মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ। রায়পুরায় রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে গত ২৭ এপ্রিল দুপুরে গুরুতর আহত করার ঘটনা ঘটে। পরে ২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৬ মে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম (১৭) নামে একজন যুবককে গুলি এবং হাত-পায়ের রগ কেটে নৃশৃংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ সময় রাহাত (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

গত ৭ মে, অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ মোল্লা (২০) নামে এক যুবককে হত্যা করে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬নং ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায় অপহরণকারীরা। একই দিন দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলের ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।

গত ১০ মে, রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে ইসমাইল হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করে। সর্বশেষ রোববার (১১ মে) শহরের ভেলানগর এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শহিদুল ইসলাম সাকিব নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে শুধু যে জেলায় হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি বেড়েছে তা নয়, বেড়েছে দুর্বৃত্তের হামলাও। বিভিন্ন হামলায় জেলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৯ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাসান সিএনজি ফিলিংস্টেশনে প্রকাশ্যে দেশ টেলিভিশনের সাংবাদিক মো. আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় গত ৮ মে রাতে পৌর শহরের বিলাসদি এলাকায় মিনহাজুর রহমান শ্রাবণ (১৭) নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ৬ এপ্রিল, রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়। ৮ এপ্রিল একই উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী গ্রামে আট বন্ধু মিলে ষষ্ঠ শ্রেণির দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ১১ এপ্রিল পলাশ উপজেলার চলনা গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ১৫ এপ্রিল রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামে মানসিক প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে।

জেলার এমন উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন পারিবারিক সহিংসতা থেকে শুরু করে আধিপত্য বিস্তার নিয়েও হয়ে থাকে। এ ছাড়া প্রত্যেকটি ঘটনাই পুলিশ তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তার করছে। এগুলো প্রতিরোধ করার জন্যও জেলা পুলিশ সার্বিকভাবে চেষ্টা চালাচ্ছে। বর্তমানে জেলায় আইনশৃঙ্খখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণহত্যা / শেখ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

কার্টআপ নিয়ে এলো ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইন

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু

নিজেদের কৃতিত্বের কথা জানাল পাকিস্তানের সেনাবাহিনী

আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি : পুতুল

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল 

অপহরণকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

ভারতের ‘ভিত্তিহীন’ দাবির জবাব দিল পাকিস্তানি বাহিনী

দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেপ্তার

১০

ভারতের ২৬ ঘাঁটিতে হামলা করে পাকিস্তান

১১

বৃষ্টি নিয়ে আজও রাজধানীবাসীর জন্য সুসংবাদ 

১২

পাকিস্তানে বিস্ফোরণ, ২ পুলিশ নিহত

১৩

আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

শেষ বন্দিকে ছাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী

১৬

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নিহত আরও ২৬

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১২ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X