কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে বৃদ্ধসহ তিনজন মারা গেছেন। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই।
জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
মন্তব্য করুন