বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী। ছবি : কালবেলা
যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে গ্রামবাসী। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে মাসুদ রানা নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের এক শতক জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নিহত মাসুদ রানার সঙ্গে মতিয়ার রহমান মতিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে আমিন ডেকে ওই জায়গা সালিশের মাধ্যমে মাপ দিয়ে মীমাংসার চেষ্টা করে উভয়পক্ষ। তবে মীমাংসা না হওয়ায় মতিয়ার তার অনুসারীদের নিয়ে বিকেলে ৪টার দিকে মাসুদ রানা ও তার বাড়ির বাকি সদস্যদের বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় মাসুদ, তার মা মনোয়ারা বেগম, বোন শেফালী ও চাচাতো ভাই শহীদুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তারা আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে মাসুদ মারা যান। মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (১২ মে) সকালে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মতিয়ার ও ইয়াকুবের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়।

নিহত মাসুদ রানার স্ত্রী মাকসুদা বেগম বলেন, আমরা অসহায় গরিব মানুষ। আমাদের বাড়ির পাশে কয়েকটি আম গাছ আছে। আব্দুল মতিন প্রভাবশালী হওয়ার কারণে আমাদের গাছ জোরপূর্বক তুলে ফেলে প্রাচীর নির্মাণ করতে চান। আমরা তার কাজে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শিবগঞ্জ থানা ওসি শাহিনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় ইসমত আরা বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ঘটনাটি জানান পর থেকেই আমি, ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১০

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১১

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১২

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৩

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৪

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৫

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৬

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৭

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৮

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৯

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

২০
X