নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশেদ আলী পানিহারা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার নূর হাবিব সুমন একই গ্রামের নূর আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই বাড়িতে পরিবারের সবাই বসবাস করেন। সকালে আশেদ আলী গরুকে পানি খাওয়াচ্ছিলেন। অন্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। একটি ছোট বিষয়কে কেন্দ্র করে আশেদ আলী ও সুমনের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুমন রাগান্বিত হয়ে হাঁসুয়া দিয়ে পেছন থেকে চাচার মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এসে চাচা আশেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, চাচার সঙ্গে আমাদের কোনো বাকবিতণ্ডা নেই। আমরা একই বাড়িতে সবাই মিলেমিশে থাকতাম। কি কারণে এমন ঘটনা ঘটল তা আমরা বুঝতে পারছি না। অভিযুক্ত নূর হাবিব সুমনের দাবি, তাকে কালো জাদু করা হয়েছিল।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন