পটুয়াখালীর কলাপাড়ার লঞ্চঘাটে একটি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১৩ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। সোমবার (১২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এ অভিযান চালায়।
কোস্টগার্ড সূত্র জানায়, সমুদ্রে ৫৮ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা চলমান থাকলেও একটি চক্র সমুদ্র থেকে এ মাছ শিকার করে। শিকার করা মাছ রাঙ্গাবালি থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশে কলাপাড়ায় পাঠানো হয়। উদ্ধার করা মাছগুলোর মধ্যে- সাড়ে ৫ মণ লইট্টা, ৩ মণ ডাডি, ৩ মণ টাইগার চিংড়ি ও দেড় মণ পোয়া। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্র, নদী ও সড়কে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। অভিযানে জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মন্তব্য করুন