বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৪:২৮ এএম
অনলাইন সংস্করণ

৪০৮ হজযাত্রী নিয়ে সিলেট থেকে গেল প্রথম ফ্লাইট

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীরা। ছবি : কালবেলা
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীরা। ছবি : কালবেলা

সিলেট থেকে ৪০৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে গেলো হজের প্রথম ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের মতো এবারও সিলেট থেকে ৫টি সরাসরি পরিচালিত হবে। এর মধ্যে বুধবার প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এবারের সার্বিক ব্যবস্থাপনায় বেশ খুশি হজযাত্রীরা। তারা ভবিষ্যতে সিলেট থেকে সরাসরি ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি জানান।

এবার সিলেটের ২ হাজার ৭০০ জন হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে যাবেন ও বাকি হজযাত্রীরা ঢাকা বিমানবন্দর হয়ে যাবেন।

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকায়ই যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানান, সিলেট থেকে ৩৫০জন ও ঢাকা থেকে ৫৮জন মোট ৪০৮জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে ফ্লাইট গিয়েছে। এর বাইরে অন্য চারটি ফ্লাইটে ৪১৮জন করে হজযাত্রী প্রতি ফ্লাইটে যাবেন।

এর আগে বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজের সভাপতিত্বে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুগ্মসচিব (বিমান) মো. সফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। আর সিলেট থেকে ২ হাজার ৭০০ জন হজে যাবেন। হজ যাত্রীদের যাতে কোনো ধরণের সমস্যা না হয়, হজ যাত্রা যাতে খুবই আরামদায়ক হয় তার জন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১০

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১১

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১২

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৩

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৪

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৫

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৬

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৭

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

১৮

অপারেশনের পর জ্ঞান না ফেরায় রোগীর মৃত্যু

১৯

শাহপরাণ (রহ.)-এর মাজারে ওরস বৃহস্পতিবার

২০
X