কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে বাস উল্টে আবদুস ছালাম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় যাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার ভৈষকোপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস ছালাম (৬৫) নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা।
বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে উল্টে যায়। এ সময় বাসের গতি ৯০ কিলোমিটারের ওপরে ছিল।
দেওভান্ডার গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বাস দুর্ঘটনায় আবদুস ছালাম নিহত হয়েছেন। তিনি সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত সাতজন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, কেউ নিহত হয়নি।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।
মন্তব্য করুন