মাদারীপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সদর উপজেলার কুন্তিপাড়া ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
অপরজন হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাঁও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে মাদারীপুরের বিভিন্ন স্থানে ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে শুরু হয় ব্যাপক বাজ্রপাত। এমন প্রতিকূল পরিবেশেও চরকুলপদ্দী এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল মোল্লা। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকরা আহত কাজলকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সময় কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলী জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন হাফিজ মোড়ল। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় হাফিজকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুজনই শ্রমিক। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। নিহত দুজনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন