গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় টুঙ্গিপাড়া ও চিতলমারী থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সাতপাড় এলাকায় ছাত্রলীগ একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে। সেখানে এই নিষিদ্ধ সংগঠনের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হকও অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়াও বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনে তিনি অংশ নিয়েছিলেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন