গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।
শনিবার (১৭ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিক সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের প্রায় ১৩০০ শ্রমিকের এপ্রিল মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বারবার বকেয়া বেতন পরিষদের আশ্বাস দিলেও এই আশায় বাস্তবায়ন করেননি। এর আগেও বেশ কয়েকবার এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।
বিক্ষোভে অংশ নেওয়া নারী শ্রমিক নাহিদা আক্তার বলেন, আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা কষ্ট করে কাজ করি, অথচ মাস শেষে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। এটা কতটা অপমানজনক, সেটা মালিকপক্ষ বোঝে না।
আরেক শ্রমিক সবুজ মিয়া বলেন, বেতন না পেলে বাসাভাড়া, বাজারের বাকি, সন্তানদের খরচ কিছুই মেটানো যায় না। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় বসেছি।
এ বিষয় বক্তব্য জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার মোবাইলে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ওসি ইসমাইল হোসেন বলেন, শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৯টার দিকে মহাসড়কে বসে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ও আশ্বাসে তারা সকাল ১০টার দিকে অবরোধ তুলে নেয়। তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা চলছে।
মন্তব্য করুন