নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসাশিক্ষক হাফেজ আবুল কালামকে হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে এলাকাবাসী।
সোমবার (১৯ মে) সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ মে দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আউয়াল, তার বড় ছেলে আবু বাক্কার, মেজো ছেলে আবুল কালাম এবং আওয়ালের ছেলের বউ হাবিবাসহ পাঁচজন গুরুতর আহত হন।
তারা আরও জানান, এলাকাবাসী তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার (১৮ মে) ভোরে আবুল কালাম মারা যান। সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ এলে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেয় এলাকাবাসী। হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে পুলিশ আসামিদের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ফিরে যান তারা।
মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। মরদেহ নিয়ে এলাকাবাসী থানার সামনে অবস্থান নিয়েছিল।
তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন