নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাশিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে থানা ঘেরাও

মাদ্রাসাশিক্ষক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি নিয়ে মরদেহ নিয়ে থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। ছবি : কালবেলা
মাদ্রাসাশিক্ষক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি নিয়ে মরদেহ নিয়ে থানা ঘেরাও করেছেন এলাকাবাসী। ছবি : কালবেলা

নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসাশিক্ষক হাফেজ আবুল কালামকে হত্যায় জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ মে) সকালে নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ মে দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আউয়াল, তার বড় ছেলে আবু বাক্কার, মেজো ছেলে আবুল কালাম এবং আওয়ালের ছেলের বউ হাবিবাসহ পাঁচজন গুরুতর আহত হন।

তারা আরও জানান, এলাকাবাসী তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রোববার (১৮ মে) ভোরে আবুল কালাম মারা যান। সোমবার সকালে ঢাকা থেকে মরদেহ এলে লাশবাহী অ্যাম্বুলেন্সসহ বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেয় এলাকাবাসী। হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে পুলিশ আসামিদের আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ফিরে যান তারা।

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। মরদেহ নিয়ে এলাকাবাসী থানার সামনে অবস্থান নিয়েছিল।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর যুবলীগের সভাপতি রেন্টু ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘লোক দেখানো’ বলছে এনসিপি

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি 

যুদ্ধ শেষেই বেইজিংয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী, ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা?

‘আসিফকে অপদস্ত কইরেন না’

মন্ত্রণালয়ের নির্দেশে ভেঙে ফেলা হলো সেই অবৈধ ইটভাটা

সাড়ে ১০ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

উপদেষ্টারা যা মন চায় তাই সিদ্ধান্ত নিচ্ছেন : সালাহউদ্দিন

গাজায় ২০ লাখ ফিলিস্তিনি ‘অনাহারে’ : ডব্লিউএইচও প্রধান

নেতানিয়াহুর নতুন ঘোষণার পর গাজা নিয়ে সব আশা কি শেষ?

১০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

১১

ভারতের রপ্তানিতে নিষেধাজ্ঞা : বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

১২

চীনা পর্যটন দিবস উদযাপন করল চীনা দূতাবাস ও আটাব

১৩

আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরুর আগেই চমক, দলে ফিরছেন নেইমার

১৪

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা বাসিত 

১৫

চলন্ত ট্রেনের দরজার বাইরে ঝুলছিল মতিউর, নেপথ্যে কী?

১৬

আ.লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের

১৭

সিরিজে ফিরতে আশাবাদী অঙ্কনরা

১৮

ক্ষমা চাইলেন ইশরাক

১৯

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

২০
X