সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ১২ হাজার পশু নিয়ে প্রস্তুত চৌদ্দগ্রামের খামারিরা

কোরবানির ঈদ বাজারকে কেন্দ্র করে গরু প্রস্তুত করতে ব্যস্ত চৌদ্দগ্রামের খামারিরা। ছবি : কালবেলা
কোরবানির ঈদ বাজারকে কেন্দ্র করে গরু প্রস্তুত করতে ব্যস্ত চৌদ্দগ্রামের খামারিরা। ছবি : কালবেলা

গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার চৌদ্দগ্রামের খামারিরা আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত ১২ হাজার গবাদিপশু নিয়ে। বন্যায় খড় সংকটে গরু বিক্রি করে দেওয়ায় গত ঈদের চাইতে এবার কমেছে ৪ হাজার গরু। বর্ষা মৌসুমে বৃষ্টি বাড়তে থাকায় গরু বাজার নিয়ে শঙ্কিত খামারিরা।

এ বছর সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গরু বাজার করতে না দেওয়ায় ইজারাদারা স্থান নিয়ে সমস্যায় আছেন। ছোট বড় মিলিয়ে এবার মোট খামারের সংখ্যা ১৮৭৭টি। এসব খামার থেকে গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে ঈদ বাজারে যাবে মোট ১৩ হাজার ৩৯৯টি গবাদিপশু। ঈদ বাজারকে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ অফিস নিয়েছে বিভিন্ন প্রস্তুতি।

জানা গেছে, চৌদ্দগ্রামে গত কোরবানির ঈদে ২০৪৪টি খামার থেকে ১৬ হাজার ৮০০ গবাদিপশু বাজারে আসে। গত বছর আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় অধিকাংশ খামার। খড় পচে যাওয়ায় খাদ্য সংকটে গবাদিপশু বিক্রি করে দিতে বাধ্য হন খামারিরা। তাই এবার কোরবানির জন্য গবাদিপশুর সংখ্যাও কমেছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, উপজেলা পর্যায়ে এবার বিক্রির জন্য প্রস্তুত ১১ হাজার ৮৬৪টি গরু, ৩১টি মহিষ ও ছাগল-ভেড়া ১৫০৪টি। তবে স্থানীয় ক্রেতা বিক্রেতারা বলছেন, ঈদের গবাদিপশুর সংখ্যা বেশি হতে পারে।

পৌরসভা চাটিতলা গ্রামের খামারি মাসুদ মিয়া বলেন, বন্যায় আমার গরু মারা যায়নি, তবে খড় পচে যাওয়ায় খাদ্য সংকটে কঙ্কালসার গরু গত বছরের শেষ দিকে বিক্রি করে দিতে বাধ্য হই।

মিয়াবাজার আদর ডেইরি ফার্মের মালিক ইলিয়াস আহমেদ বলেন, গত বন্যায় আমার কয়েকটি গরু মারা যায়। তার ওপর বেড়ে গেছে গো-খাদ্যের দাম। যার ফলে এবার ঈদ বাজারের জন্য আমার গরুও কম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর কালবেলাকে বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ২১ সদস্য বিশিষ্ট ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যারা প্রতিদিন রোটেশনালি ৫টি করে হাট পর্যবেক্ষণ করবেন এবং সেবা প্রদান করবেন।

তিনি আরও বলেন, সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যেখানে খামারিরা যে কোনো সমস্যায় ২৪/৭ সেবা পাবেন। এছাড়াও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রাণিসম্পদ বিভাগ সার্বিক মনিটরিং এ মাঠে থাকবে।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, গরু বাজারে আশপাশে ও পশুবাহী ট্রাকসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানি যাতে না হয় সেই দিকে আমাদের থানা পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১০

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১১

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১২

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৩

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৫

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৬

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৭

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৮

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১৯

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

২০
X