অবৈধ ডায়গনস্টিক সেন্টার বা রোগ নির্ণয় কেন্দ্রে গিয়ে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এ সকল অবৈধ ডায়গনস্টিক সেন্টারগুলো নিয়মনীতি না মেনে পরিচালিত হচ্ছে। এবার অনুমোদনহীন সেই সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে অভিযান পরিচালিত হবে।
এছাড়া বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ মে) কুমিল্লার বুড়িচং উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, বুড়িচং উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, মেয়াদোত্তীর্ণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপ ও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটে জাল নোট ও প্রতারকদের শনাক্ত করণ এবং কোরবানির পর চামড়া পাচার রোধে কাজ করবে প্রশাসন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. মালেকূল আফতাব ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলিফ আহমেদ অক্ষর, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. তানভীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।
মন্তব্য করুন