বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান নামের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান নামের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮-১০ জন নারী যাত্রীদের শ্লীলতাহানীও করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়।

এ ঘটনায় বুধবার (২১ মে) বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শ্লীলতাহানী কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। এরপর যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালকসহ সকলের চোখ, মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে।

চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের গহনা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় একাধিক নারী যাত্রীদের শ্লীলতাহানী করা হয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোরে থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।

বাসের যাত্রীরা বলেন, দেশীয় অস্ত্রের মুখে আমার সব কিছু লুট করা হয়েছে। টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানীর ঘটনা ঘটে। তাদের চোখমুখ বাঁধা ছিল। পরে ভোর টাঙ্গাইলে বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়।

বাসের হেলপার বলেন, প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালকসহ সকলের চোখ, মুখ বেঁধে ফেলে।

বাসের চালক আবেদ আলী বলেন, সারা রাতে বাসটি নিয়ে ডাকাতরা ৪ থেকে ৫ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এ ঘটনায় এক যাত্রী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের ডিবি ও সদর থানাসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের বিতর্কিত মন্তব্যের জেরে অপপ্রচারের শিকার মা

‘অন্তর্বর্তী সরকার নির্বাচনকে উপেক্ষা করছে, তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে’

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান

ভারতীয় গরু ভেবে ২৪ গরু আটক বিজিবির, মহাসড়কে বিক্ষোভ

চবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে মারধর

আমেরিকান পিস্তল ফেলে পালালেন বিএনপি নেতার ভাগিনা

শেষ ওভারে ঝড়, ব্যাটিং বিপর্যয়ের পর লড়ার মতো স্কোর গড়ল বাংলাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ থাকা ইউনিটের উৎপাদন শুরু

বিদ্যুৎস্পর্শে পুত্রবধূ-শ্বশুরের মৃত্যু, শাশুড়ি হাসপাতালে

ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

১০

জমি নিয়ে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

১১

ইরান-ইসরায়েল সংঘাতের শঙ্কা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব জায়গায় আন্দোলন

১৩

ঝিনাইদহ কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার  

১৪

কেরানীগঞ্জে বিএনপিকে টেক্কা দিয়ে হাটের ইজারা পেল এনসিপি

১৫

পাকিস্তানি সিরিয়াল এলে অভিনয় করবেন না আলভী

১৬

ঈদুল আজহার ছুটি ঘোষণা করল কাতার, কবে ঈদ?

১৭

দুই মামলায় অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতিসহ ৬৪ নেতাকর্মী

১৮

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রাখার দাবি ঐক্য পরিষদের

১৯

রাজনীতিকে অপছন্দ করা মানুষরাই দেশ চালাচ্ছে : মান্না

২০
X