টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান নামের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান নামের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৮-১০ জন নারী যাত্রীদের শ্লীলতাহানীও করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়।

এ ঘটনায় বুধবার (২১ মে) বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শ্লীলতাহানী কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। এরপর যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালকসহ সকলের চোখ, মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে।

চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণের গহনা এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় একাধিক নারী যাত্রীদের শ্লীলতাহানী করা হয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। পরে ভোরে থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে।

বাসের যাত্রীরা বলেন, দেশীয় অস্ত্রের মুখে আমার সব কিছু লুট করা হয়েছে। টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানীর ঘটনা ঘটে। তাদের চোখমুখ বাঁধা ছিল। পরে ভোর টাঙ্গাইলে বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়।

বাসের হেলপার বলেন, প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা যাত্রীদের ও বাসের চালকসহ সকলের চোখ, মুখ বেঁধে ফেলে।

বাসের চালক আবেদ আলী বলেন, সারা রাতে বাসটি নিয়ে ডাকাতরা ৪ থেকে ৫ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাত দল চলে যায়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, এ ঘটনায় এক যাত্রী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের ডিবি ও সদর থানাসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলের ছাদ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

চাকরি দিচ্ছে আইএফআইসি ব্যাংক

যে কারণে কখনো মালায়লাম সিনেমায় অভিনয় করেননি শিল্পা শেঠি

বড় ফাইনালে হারেন না এনজো

টেইলরের প্রেমিকের উদ্দেশে, ‘তোমার আছে বিশ্বের সেরা প্রেমিকা’

চানখাঁরপুলে আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ

পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

হারের পর চেলসির তারকাকে ঘুসি মারার চেষ্টা পিএসজি কোচের!

১৪ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১০

দুর্দান্ত জয়ের পর লিটনের আত্মবিশ্বাসী বার্তা

১১

আলকারাজকে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার

১২

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

১৩

পাসপোর্ট অফিসে ৩ রোহিঙ্গা আটক

১৪

খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণ

১৫

গুজব উড়িয়ে দিল ইরাক ও তুরস্ক

১৬

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

১৭

এবার রণবীর সিংয়ের সঙ্গে অ্যাকশন করবেন ববি 

১৮

১৩০০ নম্বরের মধ্যে ১২৮৩ পাওয়া দৃষ্টির দায়িত্ব নিল বিএনপি 

১৯

ফিরে দেখা ১৪ জুলাই / দাবি আদায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

২০
X