গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে আর ফেরেননি কালবেলার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মনিরুজ্জামান (৩৩)। বাসা থেকে বের হয়ে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি। এ ব্যাপারে তার সন্ধান চেয়ে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরিটি করেন নিখোঁজ মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার।
পুলিশ বলছে, নিখোঁজ মনিরুজ্জামান ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার নিরঞ্জন সরকার তার মালিকানাধীন বেনসন রঙের প্রাইভেটকার ভাড়ায় চালান। গত ২০ মে সকাল ৭টায় মনিরুজ্জামান তার সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা একজন ঢাকায় যাওয়ার জন্য নিরঞ্জন সরকারের প্রাইভেটকার ভাড়া করেন।
পরে নিরঞ্জন সরকার তার প্রাইভেটকার নিয়ে শাহীন স্কুলের গেটের সামনে পৌঁছলে মনিরুজ্জামানসহ তার সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা করেন। পরে বিকেল ৫টার দিকে মনিরুজ্জামান মোবাইল ফোনে তার স্ত্রীকে জানান, তিনি ওই সময় ঢাকায় আছেন। এছাড়াও হরে কৃষ্ণ সরকারের সঙ্গেও তার ভাই নিরঞ্জন সরকারের কথাবার্তা হয়।
এরপর দীর্ঘ সময় পার হলেও মনিরুজ্জামান ও প্রাইভেটকারচালক নিরঞ্জন সরকারসহ অন্যরা ফেরত আসেনি। সেসময় মনিরুজ্জামান, নিরঞ্জন সরকার ও আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে কল করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় বুধবার বিকেল পর্যন্ত তাদের ও তাদের বহনকারী প্রাইভেটকার খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান মেলেনি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ কালবেলাকে বলেন, সাংবাদিক মনিরুজ্জামান ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন। তার অবস্থান শনাক্তসহ নিখোঁজদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন