বগুড়ায় জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম আসাদুল হক।
বগুড়া শহরের খান্দার ও বৃন্দাবনপাড়া এলাকায় গুরুতর আহত দুই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শহীদ চান্দু স্টেডিয়ামের খান্দার এলাকায় গণঅভ্যুত্থানে আহত মোহাম্মদ ফয়সাল মাহমুদের বাড়িতে গত ১৮ মে গিয়ে তার খোঁজখবর নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়।
জুলাই আন্দোলনের যোদ্ধা ফয়সাল গত বছরের ৪ আগস্ট চোখে গুরুতর আঘাত পেয়ে একটি চোখের কর্নিয়া নষ্টসহ অন্য একটি চোখের ৭৫ ভাগ নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে জিওসির নির্দেশনায় উপার্জনের ব্যবস্থা হিসেবে ১৮ তারিখেই ফয়সাল মাহমুদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার (২৫ মে) তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানানো হয়।
পরবর্তী সময়ে বৃন্দাবনপাড়ায় শোয়েব উদ্দিন শিহাব ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন জিওসি আসাদুল হক। আহত শিহাব গত বছরের ৫ আগস্ট পুলিশের গুলিতে তার ডান পায়ের লিগামেন্ট এবং স্নায়ুতে ক্ষতিগ্রস্ত হন।
মন্তব্য করুন