কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৬:১৬ এএম
অনলাইন সংস্করণ

‘স্বার্থান্বেষী মহল সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুলেছ’

বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

সরকারের ভেতর ও বাইরে থাকা স্বার্থান্বেষী মহল অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুলেছে বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, কারা সরকারকে বিপাকে ফেলেছে প্রধান উপদেষ্টাকে নির্মোহভাবে তা দ্রুত উদঘাটন করে সংকট নিরসণ করতে হবে। সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচনের কোনও বিকল্প নেই।

শনিবার (২৪ মে) বিকেলে হালুয়াঘাট উপজেলার শকুয়াই ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে গত ৯ মাসে সরকারের অগ্রগতি কী, কেন ধীর গতি, কেন বিলম্ব এবং রাজনীতিতে অনভিজ্ঞ নতুন দলের প্রতি কেন প্রচ্ছন্ন সমর্থন-তাও নির্মোহ ভাবে সরকারের বলা উচিত । আওয়ামী লীগের পতনের পর বিএনপি তিনমাসের মধ্যে নির্বাচন দাবি করে নাই, সংস্কার ও বিচার শুরু করতে যৌক্তিক সময় দিতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ৯ মাস পার হয়ে গেলেও নির্বাচন, সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। যৌক্তিক সময় নিশ্চয় অনন্তকাল হতে পরে না। নির্বাচিত সরকারের অনুপস্থিতে দেশে অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারের কতিপয় উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহলের এখতিয়ার বর্হিভুত কর্মকাণ্ড ও বক্তব্যও পরিস্থিতিকে অসহনশীল করে তুলেছে ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কথা বললেই নতুন দলসহ বিতর্কিত আরো দুই একটি দলের এবং কয়েকজন উপদেষ্টার শরীরে মনে হয় ফোসকা পরে। যারা বলে বিএনপি শুধু নির্বাচনের কথা বলে তাদেরকে বলতে চাই, প্রজাতন্ত্রের মালিক জনগণ। জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চলতে পরে না, গণতন্ত্রও ফিরে আসবে না।

প্রিন্স বলেন, রাজনৈতিক দল নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচন চাইলেই যদি পদত্যাগর কথা বলে ‘ইমোশনাল সিন’ সৃষ্টি করা হয়, তা শুধু দুর্ভাগ্যজনকই নয়, বেকায়দা পরিস্থিতি সৃষ্টিকারী মহলকে আড়াল ও প্রশ্রয় দেয়ারও শামিল।

তিনি বলেন, বিএনপি শুধু নির্বাচনের দাবিই করে নাই, রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিস্টের বিচারের কথাও বলছে। নির্বাচনের কথা শুনলে যারা বিচলিত হন তারা বিভিন্নভাবে সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আপনারা কেন গত ৯ মাসে সংস্কার ও বিচার তরাণ্বিত করলেন না।

তিনি আরও বলেন, এ সকল মহল নির্বাচনকে প্রলিম্বিত করে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ক্ষমতার স্বাদ নিতে চায়। বিতর্কিত কর্মকাণ্ড করে এ সকল মহল সরকারকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করছেন ।

ভাট্টা জামিয়া মাদ্রাসা মঠে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা আবুল কাশেম সরকার, আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, জালাল উদ্দিন মেম্বার, আশেকে মোস্তফা জিন্নাহ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমরা এমন সরকার গঠন করতে চাই যার সবাই ভালো’

প্রতিদিন এক কাপ লবঙ্গ চায়ের ৯টি দারুণ উপকারিতা

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

খোকার রক্তাক্ত ছবি পোস্ট করে ইশরাকের প্রশ্ন, ‘তখন ৭১-এর অবমাননা হয় নাই?’

জাকসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

জাতীয় দলে জায়গা পেলেন না রিয়াল তারকা

বুখারেস্টে বাংলাদেশি ডেলিভারি কর্মীকে মারধর, রোমানিয়াজুড়ে প্রতিক্রিয়ার ঝড়

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না : পারভেজ মল্লিক

নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে : সালাহউদ্দিন

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

১০

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

১১

অনলাইনে প্রোপাগান্ডা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 

১২

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

১৩

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

১৪

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৭ শিক্ষার্থী

১৫

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

১৬

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

১৭

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

১৮

ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া ভালো না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

১৯

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

২০
X