পটুয়াখালীর কুয়াকাটায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে। পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় আসা পর্যটকরা বেকায়দায় পড়েছেন। কুয়াকাটার আশপাশের পর্যটন স্পটগুলোতে যেতে পারছেন না তারা। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও কিছু পর্যটক আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে সৈকতে অবস্থান করছেন। পর্যটকদের সতর্কের জন্য মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা থেকে বিরত থাকা এবং ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অফিসের আপডেট অনুসরণ করে নিরাপদে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
খুলনা থেকে আসা পর্যটক নিলয় সেনেহা দম্পতি বলেন, সোমবার কুয়াকাটায় বেড়াতে এসেছি। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কোথাও বের হতে পারিনি। সূর্যোদয়-সূর্যাস্ত দেখার জন্য এসেছি। বৈরী আবহাওয়ার কারণে সেটি দেখা সম্ভব হয়ে ওঠেনি। তাই আজ (মঙ্গলবার) রাতের গাড়িতে আবার গন্তব্যে ফিরে যাব।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত। বঙ্গোপসাগরে সতর্কতা সংকেত চলাকালীন সময়ে পর্যটকদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য আমরা সৈকত এলাকায় মাইকিং করে যাচ্ছি। এছাড়াও সৈকত এলাকায় পুলিশ সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সৃষ্ট লঘুচাপটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা আগামী ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন