বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার দলবদলের নিষেধাজ্ঞায় বাংলাদেশের এক ক্লাব

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ছবি : সসংগৃহীত
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ছবি : সসংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত নাম ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে চলমান দলবদল মৌসুমে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ হারাতে পারে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই ফিফার এই নির্দেশনা পেয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বিদেশি ফুটবলারের পাওনা অর্থ সংক্রান্ত জটিলতার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, ‘একজন খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমরা দ্রুত এর সমাধান করে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

জানা গেছে, গত মৌসুমে ক্লাবের হয়ে খেলা এক উজবেক ফুটবলারের পাওনা অর্থসহ প্রায় ২০ লাখ টাকার একটি দাবি রয়েছে। সেটির নিষ্পত্তি না হওয়াতেই ফিফার এই শাস্তি। ক্লাবের সাবেক ম্যানেজার পিপুলও বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিমিয়ার লিগের আসন্ন ২০২৫–২৬ মৌসুমের দলবদল চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। তার আগে ফিফার নিষেধাজ্ঞা না কাটালে ফকিরেরপুল খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। ফলে লিগে অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।

ফকিরেরপুল ইয়ংমেন্স দেশের ফুটবলে একটি ঐতিহ্যবাহী নাম। ক্যাসিনোকাণ্ডের কারণে একসময় ক্লাবের সুনাম ধুলোয় মিশে গিয়েছিল। সেই দুঃসময় পেছনে ফেলে তারা সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। অন্যদিকে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স প্রায় দুই দশক পর প্রিমিয়ার লিগে ফিরে এসেও টিকে থাকতে ব্যর্থ হয়। কিন্তু ফকিরেরপুল নিজের অবস্থান ধরে রেখেছে।

তবে ফিফার নিষেধাজ্ঞা এখন ক্লাবটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সময়মতো পাওনা পরিশোধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ক্লাবটির পরবর্তী মৌসুমের পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেতে পারে।

বাংলাদেশের ফুটবল অঙ্গনে কোচ-খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করলে ফিফার নিষেধাজ্ঞা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকটি ক্লাব এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। এমনকি শোনা যায়, বসুন্ধরা কিংসের ওপরও কোনো এক সময়ে অনুরূপ নির্দেশনা এসেছিল, যদিও তারা প্রকাশ্যে তা স্বীকার করেনি।

ফকিরেরপুল ইয়ংমেন্সের সামনে এখন একটাই লক্ষ্য— যত দ্রুত সম্ভব পাওনা পরিশোধ করে দলবদলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং প্রিমিয়ার লিগে শক্তভাবে লড়াই করার প্রস্তুতি সম্পন্ন করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস, ডেকে আনছেন যেসব ক্ষতি

পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় ধাপের প্রস্তুতি নিচ্ছে সরকার

পুলিশ সদর দপ্তরের পর্যালোচনা / ছয় মাসে ২৭ হত্যার কোনোটিই সাম্প্রদায়িক সহিংসতায় নয়

‘আঙুল তোলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন’

কিডনির সমস্যা আছে কি না জানবেন যেভাবে

৩ দলকে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

১০

আসিফ মাহমুদের প্রশ্ন / ‘নৌকা’ মার্কাটা কোন বিবেচনায় শিডিউলভুক্ত করতে পাঠালেন

১১

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, চিকিৎসককে তুলে নেওয়ার হুমকি

১২

ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা ৫ দিনের রিমান্ডে

১৩

ছাত্রদলের দুই নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা 

১৪

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

১৫

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

১৬

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৭

কেন ইমাম হুসাইনের জন্য প্রাণ দিয়েছিলেন হিন্দুরা?

১৮

লিজের জমি ‘দখল’ নিতে মানববন্ধন

১৯

বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে : রুয়েট উপাচার্য

২০
X