বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত নাম ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ওপর দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে চলমান দলবদল মৌসুমে নতুন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ হারাতে পারে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই ফিফার এই নির্দেশনা পেয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বিদেশি ফুটবলারের পাওনা অর্থ সংক্রান্ত জটিলতার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী জানান, ‘একজন খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমরা দ্রুত এর সমাধান করে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
জানা গেছে, গত মৌসুমে ক্লাবের হয়ে খেলা এক উজবেক ফুটবলারের পাওনা অর্থসহ প্রায় ২০ লাখ টাকার একটি দাবি রয়েছে। সেটির নিষ্পত্তি না হওয়াতেই ফিফার এই শাস্তি। ক্লাবের সাবেক ম্যানেজার পিপুলও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিমিয়ার লিগের আসন্ন ২০২৫–২৬ মৌসুমের দলবদল চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। তার আগে ফিফার নিষেধাজ্ঞা না কাটালে ফকিরেরপুল খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। ফলে লিগে অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
ফকিরেরপুল ইয়ংমেন্স দেশের ফুটবলে একটি ঐতিহ্যবাহী নাম। ক্যাসিনোকাণ্ডের কারণে একসময় ক্লাবের সুনাম ধুলোয় মিশে গিয়েছিল। সেই দুঃসময় পেছনে ফেলে তারা সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশীপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়। অন্যদিকে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স প্রায় দুই দশক পর প্রিমিয়ার লিগে ফিরে এসেও টিকে থাকতে ব্যর্থ হয়। কিন্তু ফকিরেরপুল নিজের অবস্থান ধরে রেখেছে।
তবে ফিফার নিষেধাজ্ঞা এখন ক্লাবটির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সময়মতো পাওনা পরিশোধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ক্লাবটির পরবর্তী মৌসুমের পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেতে পারে।
বাংলাদেশের ফুটবল অঙ্গনে কোচ-খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না করলে ফিফার নিষেধাজ্ঞা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বেশ কয়েকটি ক্লাব এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। এমনকি শোনা যায়, বসুন্ধরা কিংসের ওপরও কোনো এক সময়ে অনুরূপ নির্দেশনা এসেছিল, যদিও তারা প্রকাশ্যে তা স্বীকার করেনি।
ফকিরেরপুল ইয়ংমেন্সের সামনে এখন একটাই লক্ষ্য— যত দ্রুত সম্ভব পাওনা পরিশোধ করে দলবদলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং প্রিমিয়ার লিগে শক্তভাবে লড়াই করার প্রস্তুতি সম্পন্ন করা।
মন্তব্য করুন