রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মামলা নিতে আলটিমেটাম দিয়ে বললেন ‘বুঝবেন জাতীয় পার্টি কী’

রংপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা
রংপুরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : কালবেলা

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি ‘দ্য স্কাইভিউতে’ হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় তিনি বলেন, রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি ২৪ ঘণ্টার মধ্যে এন্ট্রি না করে তাহলে বুঝবেন- ‘জাতীয় পার্টি কী’। তখন আমরা থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি দেব।

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর পায়রা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

এর আগে জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিকেল ৪টার দিকে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাব ঘুরে টাউন হল প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সারজিস আলম ও তার দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সমাবেশে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা প্রশাসনের নির্লিপ্ততায় অতর্কিতভাবে ওই বাড়িতে হামলা চালিয়েছে। সারাদেশের মতো রংপুরে প্রশাসন কোনো কাজ করছে না। আমাদের ট্যাক্সের টাকায় প্রশাসনের লোকজনদের বেতন হয় তাই আপনারা কারও দলদাসে পরিণত হয়েন না।

তিনি বলেন, এনসিপির যদি ক্ষমতা থাকে, ডিক্লেয়ার (ঘোষণা) দিয়ে করতে চায় তাহলে জাতীয় পার্টি সবসময় প্রস্তুত আছে। আমরা দেখছি এখন- মব ভায়োলেশন, এখন মবের যুগ। এখন আমরা প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। মব ভায়োলেন্সে জাতীয় পার্টি দুর্বল না। জাতীয় পার্টি আমরা যে কোনো মবের মোকাবিলা করতে পারি।

রংপুরের সাবেক এ মেয়র বলেন, ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দল হিসেবে একমাত্র জাতীয় পার্টি ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে বৈষম্যবিরোধীদের পাশে ছিল। তাদের সব ধরনের সহযোগিতা করেছি, বলতে চাই না কী ধরনের সহযোগিতা করেছি। আজকে এনসিপির সেই কুলাঙ্গাররা জাতীয় পার্টির বিরুদ্ধে লেগেছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তিমত্তা আছে কিনা আমরা রংপুরের মাটিতে জানান দিতে চাই। তারা অ্যাকশন করলে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।

জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির বলেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করেছে। এসময় তারা গান পাউডার দিয়ে সেখানে থাকা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছে। প্রশাসনের লোকজনদের সামনে এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করতে গেলেও মামলা না নিয়ে বিলম্ব করে ওসি সাহেব অভিযোগ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করতে হবে। এছাড়া হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে হরতালের মতো কর্মসূচি দিতে পারি।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মিলন চৌধুরী, সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র সমাজের মহানগর আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা কমিটির আহ্বায়ক আরিফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

৪৬তম বিসিএস মৌখিক পরীক্ষার্থীদের জরুরি নির্দেশনা পিএসসির

এআই ভিডিও এবং অপতথ্য নির্বাচন ও নিরাপত্তায় হুমকি

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে দেওয়া বাংলাদেশের ‘উত্তাল’ ২০ দিন   

গ্রিনল্যান্ড কার হাতে যাবে, তা রাশিয়ার বিষয় নয় : পুতিন

বিএনপির ৫ কর্মসূচির ঘোষণা, নেবে মতামত ও পরামর্শ

১০

‘ক্ষমতায় গেলে চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বিএনপি’

১১

ড. খলিলের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক, মন্তব্যে চীনের প্রতিবাদ

১২

জাকাতের বিধান ও সমকালীন মাসায়েল নিয়ে নতুন গ্রন্থ ‘জাকাত’

১৩

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৪

নির্বাচনের ছুটি পাবেন না যারা

১৫

চেকপোস্টে গুলি উদ্ধার, পরে আইনজীবীর বাসায় মিলল অবৈধ পিস্তল

১৬

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : তারেক রহমান

১৭

বিশ্বকাপ বয়কট করলে যে ক্ষতি হতে পারে বাংলাদেশের

১৮

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার : কারা মহাপরিদর্শক

১৯

বিএনপির নির্বাচনী জনসভায় শাবিপ্রবি ভিসি প্রোভিসি রেজিস্ট্রার

২০
X