ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে বিয়ে, সকালে লাশ হয়ে বাড়ি ফিরলেন বর

নিহত জাকারিয়া হোসেন। ছবি : কালবেলা
নিহত জাকারিয়া হোসেন। ছবি : কালবেলা

নববধূর হাতের মেহেদীর রং এখনও শুকাইনি। নববধূ জেমি আক্তারকে রাতে বিয়ে করে বাড়ি নিয়ে আসেন জাকারিয়া হোসেন (২০)। সকালে উঠে কর্মস্থল থেকে নিজের কাপড় চোপড় আনতে যায়। কিন্তু কে জানত, এই যাওয়ায় শেষ যাওয়া! আর কখনও ফেরা হবে না বাড়ি, একবারের জন্য দেখা হবে না প্রিয়তমা নববধূ মুখ। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার বারোমাইল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জাকারিয়ার এমন আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে স্ত্রী, বাবা-মা ও প্রতিবেশীদের হৃদয়ে। নতুন শ্বশুরবাড়ি এবং এলাকায় চলছে শোকের মাতম। এমন মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছে না এলাকাবাসী। মৃত জাকির হোসেন ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বাড়ইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, গত সোমবার রাতে জাকারিয়া হোসেনের সাথে একই উপজেলার পৌর এলাকার বুড়াইল গ্রামের আব্দুর রহিমের স্কুল পড়ুয়া মেয়ে জেমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। সকালে তার কর্মস্থল দুপঁচাচিয়ার জোগারপাড়া টাইলস মিলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি কাহালু উপজেলার বারোমাইল নামক স্থানে পৌঁছলে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এ সময় মোটরসাইকেল চালক জাকারিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, গতকাল রাতেই তাদের বিয়ে হয়েছে। নববধূর হাতের রং শুকানোর আগেই বিধবা হলেন। বিষয়টি সত্যিই হৃদয় বিদারক। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান বলেন, নিহত ওই যুবক মোটরসাইকেল নিয়ে বারোমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াতের বিবৃতি

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তনের কথা জানাল ইসি

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

রাজধানীতে গণমাধ্যম সম্মিলন চলছে

টক্সিক পরিবারে বড় হয়ে ওঠার কিছু মানসিক ট্রমা

চালকের বুদ্ধিতে বাঁচলেন বাস যাত্রীরা, প্রাণ গেল পিকআপ চালকের

মরে পড়ে আছে স্কুলছাত্র, পাশেই মাছ ধরতে ব্যস্ত মানুষ

বিশ্বকাপের আগে বাংলাদেশের সাবেক কোচের ওপর ভরসা জিম্বাবুয়ের

ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে

মেসিকে টপকে গেলেন রোনালদো

১০

নিয়োগ দিচ্ছে আড়ং

১১

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

১২

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু / পাশাপাশি খোঁড়া হচ্ছে তিন কবর, শোকে স্তব্ধ পুরো গ্রাম

১৩

ফাইবারের স্বাস্থ্য ট্রেন্ডের চমকপ্রদ উপকারিতা

১৪

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের

১৫

সৌন্দর্যে ঘেরা বাংলাদেশ কেন পর্যটক টানতে পারছে না

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

১৮

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

১৯

রুমিন ফারহানার উঠান বৈঠকে ধাক্কা লাগা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

২০
X