গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী যানবাহন

পশুবাহী ট্রাকের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পাচ্ছে যানবাহনগুলো। ছবি : কালবেলা
পশুবাহী ট্রাকের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পাচ্ছে যানবাহনগুলো। ছবি : কালবেলা

আর মাত্র কয়দিন পরেই ঈদুল আজহা। এরই মধ্যে কোরবানির পশুবাহী ট্রাকের চাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। তবে পশুবাহী ট্রাকের চাপ বাড়লেও দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরির নাগাল পাচ্ছে পশুবাহী যানবাহনগুলো। এতে খুশি গরুর মালিক ও বেপারীসহ গাড়ির চালকরা। সোমবার (০২ জুন) দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এই ঘাট ব্যবহার করে নদী পারাপার হয়েছে ১ হাজার ৬৩৮টি যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাস ২২১টি, পণ্যবাহী ট্রাক ৬৫৯টি, ছোট গাড়ি ৭১৮টি ও ১২০টি মোটরসাইকেল।

কুষ্টিয়া থেকে ট্রাকে আসা গরুর ব্যবসায়ী মো. টিটু বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকে ঘাটে কোনো দুর্ভোগ নেই। এ বছরও কোনো সিরিয়ালে আটকে থাকতে হয়নি, সরাসরি ঘাটে এসে ফেরিতে উঠতে পারছি। পদ্মা সেতু চালুর পর এ রুটে যানবাহনের চাপ কিছুটা কমলেও ঈদ মৌসুমে তা কয়েক গুণ বেড়ে যায়। ঈদের সময় প্রতিদিন প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার যানবাহন এবং ৩৫ হাজার থেকে ৪০ হাজার যাত্রী পারাপার হয়ে থাকে। এর মধ্যে গরুবোঝাই অতিরিক্ত ট্রাক যুক্ত হওয়ায় ঘাট ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়।

ঝিনাইদহের আরেক ব্যবসায়ী আলিফ বলেন, বিগত ২-৩ বছর যাবত ঘাটে দুর্ভোগ নেই। পদ্মা সেতু হওয়ার আগে দৌলতদিয়া ঘাটে দুর্ভোগে পড়তে হয়েছে। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই তীব্র গরমে অনেক গরু গাড়িতে অসুস্থ হয়ে পড়েছে। এখন পদ্মা সেতু হওয়ায় ফেরিতে চাপ কম পড়ায় কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই ঝিনাইদহ থেকে সরাসরি দৌলতদিয়া ঘাটে আসতে পেরেছি এবং সময়মতো গরু ঢাকায় নিতে পারবো বলে আশা করছি।

তারা আরও বলেন, দৌলতদিয়ার রাস্তায় কোনো যানজট নেই। সরাসরি ট্রাকে ফেরি ঘাটে এসেছি। তবে দুই বছর আগে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। ওই সময় গরমে গরু ও তারা অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং সময়মতো গরু হাটে নিতে না পারায় লোকসান হয়েছে। কিন্তু এবার সঠিক সময়ে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ভালো দামে গরু বিক্রি করবেন বলে আশাবাদী তারা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, নদীতে পানি বাড়তে শুরু করেছে। তাছাড়া বর্তমানে বৈরী আবহাওয়ায় নদীতে বাতাস বইছে, যে কারণে ফেরিগুলো নদী পারাপার হতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঈদ উপলক্ষে ফেরিগুলোর রক্ষণাবেক্ষণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ১৭টি ফেরি প্রস্তুত আছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত ঘাট চালু করা হবে। কোরবানির পশুবাহী ট্রাকগুলো পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, এ বছর ঈদে লম্বা ছুটি থাকছে। যদিও পদ্মা সেতু হওয়াতে দৌলতদিয়া ঘাটে চাপ কমে গেছে। তারপরও আমরা ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি বলেন, ঘাটে আসা পশুবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে যেন পার হতে পারে, ঘাটে এসে যেন অপেক্ষা করতে না হয় সে জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি।

স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহন চালকরা জানান, পদ্মা সেতু চালুর পর যানবাহনের চাপ কিছুটা কমেছে এবং প্রশাসনের তৎপরতায় আগের মতো ভোগান্তি নেই। তবে বৈরী আবহাওয়া ও পদ্মায় পানি বৃদ্ধির কারণে কিছুটা উদ্বেগ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ঘাটে প্রশাসনের তৎপরতা থাকবে। ২০টি লঞ্চ চলাচলে যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহনের গতিবিধি মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নদীপথে পশুবাহী ট্রলারের চলাচলে গোয়ালন্দ থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে দায়িত্ব পালন করছে। সড়কে নিরাপত্তায় হাইওয়ে পুলিশ কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন আজ

শিশুকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালকের কারাদণ্ড

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আকর্ষণীয় বেতনের সঙ্গে সাপ্তাহিক ২ দিনের ছুটি

সাপুড়ের প্রাণ নেওয়া বিষধর সাপ চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

৩১ জুলাই : টিভিতে আজকের খেলা 

অস্ট্রেলিয়া / এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

চাকরি দিচ্ছে সুলতান’স ডাইন, বেতন ছাড়াও থাকছে খাবার সুবিধা

এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা

শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

৩১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৪

দেশের বাইরে থেকেও স্কুল শিক্ষিকা তুলছেন বেতন, নিচ্ছেন সুযোগ-সুবিধা

১৫

আতাই নদীর বাঁধ ভেঙে অভয়নগরের দুই শতাধিক পরিবার পানিবন্দি

১৬

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন

১৭

বেনাপোল বন্দরে চাঁদা আদায়ের অভিযোগে ৫৪ আনসার বদলি

১৮

শেখ হাসিনা রাজনীতিকে বিষাক্ত প্রাণীদের হাতে তুলে দিয়েছিলেন : স্বপন

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

২০
X