রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দেওয়া হয়েছে : রিজভী

রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের যে কাগজটি চূড়ান্তভাবে জমা দেওয়া হয়েছে সেখানে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই। সেখানে অন্য পাতা যুক্ত হয়েছে, এটা দুঃখনজনক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস সাহেবকে সবাই সম্মান করেন। তিনি একজন গুণিজন। তার নেতৃত্বে যে সরকার তাকে বিএনপিসহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলের চাইতে মানুষ কিছুটা স্বাধীনতা ভোগ করছে। কিন্তু সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে কিনা বা কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এই কথাগুলোও তো আসছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, দেশ এক ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। একটা পরিস্থিতি গেছে সেটা হলো ফ্যাসিবাদী আমল, গুম-খুনের আমল, বিরোধীদলের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার আমল। একটি রাজনৈতিক দলের ভয়ে কেউ জোরে কথা বলতে পারেনি। ভয়াবহ ভয় আর আতঙ্কের পরিবেশ ছিলো সেই আমল। সেটি শেখ হাসিনার আমল, সেটি আওয়ামী লীগের আমল, সেটি ১৪ দলীয় জোটের আমল।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা ও কেন্দ্রীয় বিএনপি, সহযোগী অঙ্গ-সংগঠনের নেতারাসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ অন্যরা।

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ গফুর মল্লিক (৭৮)। অন্ধ চোখে আলোর দেখা না পেলেও, অদম্য মনোবলে তিনি প্রতিদিন ট্রেনে চড়ে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। জন্মান্ধ গফুর মল্লিকের একমুঠো নাড়ুর গল্প যেন হৃদয় ছুঁয়ে গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

এই সংগ্রামী মানুষটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে তার মানবিক আবেদন পৌঁছে যায় লন্ডনে অবস্থানরত তারেক রহমানের কাছে। ঘটনাটি তার নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন : শিবির সভাপতি

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

১০

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

১১

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

১২

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

১৩

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

১৪

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

১৫

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

১৬

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

১৭

মালদ্বীপে জুমার খুতবা বাংলায় অনুবাদের উদ্যোগ

১৮

শ্রেষ্ঠত্বের অগ্রযাত্রা, ডিবিএল সিরামিকসের সেরা ডিলারদের অনুপ্রেরণার গল্প

১৯

পাকিস্তান-আফগানিস্তান দ্বন্দ্বে যার পাশে থাকছে ভারত

২০
X