শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভিডিও কলে বিয়ের নামে প্রতারণা প্রবাসীর, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

অভিযুক্ত জার্মান প্রবাসী মোহিম শেখ। ছবি : কালবেলা
অভিযুক্ত জার্মান প্রবাসী মোহিম শেখ। ছবি : কালবেলা

সিলেট মৌলভীবাজরের রাজনগর উপজেলায় দুই পরিবারের সম্মতিতে ভিডিও কলে মুহিনীকে (ছদ্মনাম) বিয়ের পর জার্মান প্রবাসী মোহিম শেখের (৩৫) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মোহিম শেখ কাজীর উপস্থিতিতে বিয়ের সব কাজা সম্পন্ন করার তিন বছর পর একই কায়দায় অন্যত্র বিয়ে করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মুহিনীর ( ছদ্মনাম) সঙ্গে ফেইসবুকে পরিচয় হয় মৌলভীবাজারের মহলাল গ্রামের মৃত বশির শেখের পুত্র জার্মান প্রবাসী মোহিম শেখের (৩৫)।

তিন বছর ফেইসবুকে পরিচয়ের একপর্যায়ে ২০২০ সালের ১৩ নভেম্বর পারিবারিকভাবে ঢাকার রামপুরা, পূর্বউলন, বোনের বাসায় কাজীর উপস্থিতিতে ইসলামিক শরীয়ত মতে বিয়ে হয়। বিয়ের সময় মুহিনীর (ছদ্মনাম) পরিবারের কাছ থেকে যৌতুক হিসাবে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ দেওয়া হয়।

পরে মুহিনী তার স্বামী মোহিম শেখকে দেশে আসার প্রস্তাব দেয়। তখন মোহিম শেখ জানায় র্জামানিতে সে একটি রাশিয়ান মেয়ে বিয়ে করেছিল। তার একটি পুত্র সন্তান রয়েছে। সেই মেয়েটি জার্মান আদালতে তার নামে একটি মামলা করেছে। সেই মামলা নিষ্পত্তি করতে টাকা লাগবে।

মামলা নিষ্পত্তির কথা বলে ইসলামী ব্যাংকের মাধ্যমে আরো ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। চলতি বছরের মে মাসে আরো ৫ লাখ টাকা দাবি করে মোহিম। মুহিনী টাকা দেওয়ার অপরাগতা প্রকাশ করলে সে অন্যত্র বিয়ে করবে বলে জানায়।

পরে মোহিম শেখ অন্য একটি মেয়েকে বিয়ের ছবি পাঠায়। বিষয়টি জানার পর মুহিনী চলতি বছরের ২ জুলাই তার শশুর বাড়িতে আসে। তখন সে জানতে পারে শাশুড়ির সম্মতিতে ২য় বিয়ের আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে সে প্রতিবাদ করায় তাকে হুমকি দিয়ে বাড়ি থেকে তারিয়ে দেওয়া হয়।

পরে কোনো আইনের আশ্রয় নিলে ভিডিও কলের অন্তরঙ্গ মুহূর্তেও ছবি, ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় মোহিম।

এ ব্যাপারে মোহিম শেখ, তার মা সরবান বিবি, বোন চম্পা বেগম, ভাগনি জেসি বেগমকে বিবাদী করে রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজনগর থানায় অভিযোগের পর একে একে বেড়িয়ে আসছে মোহিম শেখের ভিডিও কলে বারবার মা ও বোন গিয়ে আংটি পড়ানোর দৃশ্য। সিলেটের দয়ামীর এলাকার একটি মেয়ে, রাজনগরের একটি মেয়েসহ অনেক মেয়েকে আংটি পরানো হয়।

ভিকটিম মোহিনী বলেন, মোহিম শেখের পরিবার আনুষ্ঠানিকভাবে আমার বিয়ে পড়ায়। আমার সরল বিশ্বাসের সুযোগে সব কেড়ে নিয়েছে। আমার চাকরি ছিল, বিয়ের পর ওর বাড়িতে থাকতে গিয়ে মোহিম শেখের কথায় সব ছেড়ে তাদের বাড়িতে চলে আসি। আমি এখন নিঃস্ব। তার প্রতারণার বিচার চাই।

মোহিম শেখের মা সারবান বিবি মোহিনীর বিয়ের কথা স্বীকার করেছেন। তবে মোহিনীর বিভিন্ন দোষের কারণে তার ছেলে তাকে ত্যাগ করেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, বাগেরহাটের মেয়ে অভিযোগ দিয়েছিল। অভিযুক্ত মোহিম শেখ দেশে নেই। এ ছাড়াও অভিযোগটি থানায় নেওয়ার বিষয় নয়। মামলাটি আদালতে দেওয়ার জন্য বলেছি। তবে মেয়েটি তাদের টাকা দেওয়ার যে প্রমাণ আছে তা দিয়ে মামলার আবেদন করলে সে মামলা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১০

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১১

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১২

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৩

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৪

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৫

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

১৬

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

১৭

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

১৮

টিভিতে আজকের যত খেলা

১৯

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

২০
X