রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ থেকে ছিনিয়ে যুবককে হত্যা, আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ জুন) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ জুন) দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল রাজেক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবকের নাম- হাবিব আলী। তিনি আত্রাই উপজেলার গোয়ালবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে মেজর আসিফ আল রাজেক বলেন, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ভিকটিম রাজ্জাক প্রামাণিককে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় অজ্ঞাতপরিচয় ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইট নিয়ে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পিটিয়ে হত্যা করে। এমন নারকীয় ঘটনা ও দুটি হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এর পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আত্মগোপন করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, এর পরিপ্রেক্ষিতে রোববার রাত সোয়া ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ হত্যার ঘটনায় দুই আসামি খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিককে (৪২) গত ২০ মে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, র‍্যাব আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। পরে সোমবার দুপুর ১২টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১০

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১১

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৩

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১৪

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১৫

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৬

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৭

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৮

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৯

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

২০
X