রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ থেকে ছিনিয়ে যুবককে হত্যা, আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ জুন) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ জুন) দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল রাজেক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবকের নাম- হাবিব আলী। তিনি আত্রাই উপজেলার গোয়ালবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে মেজর আসিফ আল রাজেক বলেন, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ভিকটিম রাজ্জাক প্রামাণিককে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় অজ্ঞাতপরিচয় ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইট নিয়ে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পিটিয়ে হত্যা করে। এমন নারকীয় ঘটনা ও দুটি হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এর পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আত্মগোপন করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, এর পরিপ্রেক্ষিতে রোববার রাত সোয়া ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ হত্যার ঘটনায় দুই আসামি খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিককে (৪২) গত ২০ মে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, র‍্যাব আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। পরে সোমবার দুপুর ১২টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তেই কপাল পুড়ল বাংলাদেশের

পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ, মায়ের দাবি হত্যা

হার্ট ব্লকের ঝুঁকিতে যারা

দিল্লি বিমানবন্দরে অবতরণে বাধা, ঘুরিয়ে দেওয়া হলো ১৫ ফ্লাইট

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

ঝোপে পড়ে থাকা ড্রাম খুলতেই দেখা গেল লোমহর্ষক দৃশ্য

ট্রান্সপোর্ট বিভাগে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ

ভারতে পাথরচাপায় বাসের ১৮ যাত্রী নিহত

১০

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১১

চোরাই মোবাইল উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

১২

১২ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

সকালে খালি পেটে পানি পানের ৯ উপকারিতা

১৪

বেড়েছে যমুনার পানি

১৫

স্বপ্নভরা ছেলেটি আজ মাটির নিচে, মাদকবিরোধী রামেল হত্যায় স্তব্ধ গ্রাম

১৬

সাতক্ষীরার ‘বিতর্কিত’ মেডিকেল অফিসারকে মেহেরপুরে বদলি

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

১৯

স্ত্রী তালাক দেওয়ায় আব্দুর রহিমের কাণ্ড

২০
X