রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ থেকে ছিনিয়ে যুবককে হত্যা, আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ জুন) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ জুন) দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল রাজেক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবকের নাম- হাবিব আলী। তিনি আত্রাই উপজেলার গোয়ালবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে মেজর আসিফ আল রাজেক বলেন, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ভিকটিম রাজ্জাক প্রামাণিককে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় অজ্ঞাতপরিচয় ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইট নিয়ে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পিটিয়ে হত্যা করে। এমন নারকীয় ঘটনা ও দুটি হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এর পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আত্মগোপন করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, এর পরিপ্রেক্ষিতে রোববার রাত সোয়া ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ হত্যার ঘটনায় দুই আসামি খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিককে (৪২) গত ২০ মে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, র‍্যাব আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। পরে সোমবার দুপুর ১২টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

চানখাঁরপুল হত্যা মামলার রায় আজ

আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

মির্জা ফখরুলের জন্মদিন আজ

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

১০

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

১১

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

১৩

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৪

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

১৬

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৭

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১৮

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১৯

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২০
X