রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ থেকে ছিনিয়ে যুবককে হত্যা, আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার হাবিব আলী। ছবি : কালবেলা

রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ জুন) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ জুন) দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল রাজেক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবকের নাম- হাবিব আলী। তিনি আত্রাই উপজেলার গোয়ালবাড়ি এলাকার এমদাদুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে মেজর আসিফ আল রাজেক বলেন, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে ভিকটিম রাজ্জাক প্রামাণিককে ধারালো ছুরি দিয়ে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। এরপরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে। খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় অজ্ঞাতপরিচয় ১০০০/১২০০ জন আসামি লাঠি ও ইট নিয়ে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় তারা পুলিশের ওপর হামলা চালিয়ে কাজে বাধা দেয় এবং পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পিটিয়ে হত্যা করে। এমন নারকীয় ঘটনা ও দুটি হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে। এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এর পরপরই আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের আত্মগোপন করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, এর পরিপ্রেক্ষিতে রোববার রাত সোয়া ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট এলাকা থেকে হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে এ হত্যার ঘটনায় দুই আসামি খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিককে (৪২) গত ২০ মে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, র‍্যাব আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। পরে সোমবার দুপুর ১২টার দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১০

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১১

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১২

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১৩

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৪

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৬

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৭

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৮

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৯

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X