টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ মুজিবের চেয়ে বেশি লুটপাট করেছে শেখ হাসিনা’

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন এম মঞ্জুরুল করিম রনি। ছবি : কালবেলা
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন এম মঞ্জুরুল করিম রনি। ছবি : কালবেলা

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, শেখ মুজিবের শাসনামলে এ দেশে যে পরিমাণ লুটপাট হয়েছিল শেখ হাসিনা তার চেয়ে বেশি করেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে টঙ্গী দেওরা মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, পুনরায় দুটি দাবি উত্থাপন করছি। একটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হলো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনো মনে করেন আপনাদের নেত্রী আসবেন, আপনাদের সিনিয়র নেতাকর্মীরা দেশে ফিরবেন- আপনারা বোকার স্বর্গে বাস করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নাগরিকত্ব হস্তান্তর করে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। যদি জানত তারা আবার আসবে তাহলে কী আমেরিকার নাগরিকত্ব নিতেন? যদিও এতদিন চিন্তা করেছে মায়ের পরে নিজে এসে ক্ষমতা দখল করে লুটপাট চালাবে, কিন্তু এখন বুঝে গেছে তাদের আর আসা হবে না। আমেরিকায় বসে উসকানি দেয় আর দেশে তাদের যে কর্মী আছে তারা এখানে ঝটিকা মিছিল করে।

রনি আরও বলেন, একদল ৭১-এর মুক্তিযুদ্ধ বিক্রি করে খায়, আরেক দল ধর্ম বিক্রি করে খায়। আরেক দল আগস্ট এবং জুলাইকে বিক্রি করে খাচ্ছে। তরুণ প্রজন্ম রাজনীতিতে আসবে সেটা আমরা চাই। তাদের সাধুবাদও জানিয়েছিলাম। কিন্তু রাজনীতি করার নামে আপনি রাষ্ট্রকে পিছিয়ে দেবেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার হুংকার দিবেন। আজকে রাষ্ট্রপতিকে নামিয়ে দিবেন, কালকে সেনাপ্রধানকে নামিয়ে দিবেন- এ ধরনের হুংকার এবং মব জাস্টিস তৈরি করে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করবেন- এটা তো আমরা চাই না। এমন বাংলাদেশ তো আমরা চাইনি।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, আমাদের প্রতিটি বিএনপির নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের সবার ওপর এখনো ৬০ লাখ মামলা, আপনারা সেটা জানেন না। আপনারা আপনাদের মামলা উঠিয়ে নিলেন, বর্তমান সরকার আমাদের মামলাগুলোকে উঠাবে- আমরা তো মিথ্যা মামলার শিকার।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, গত ১০ মাসে দৃশ্যমান কোনো সংস্কার চোখে পড়েনি। এর আগে ওয়ান-ইলেভেনের সময় ফখরুদ্দিন-মঈন সরকার সংস্কারের নামে দেশকে আরও ১০ বছর পিছিয়ে দিয়েছিল।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বেপারী ও সঞ্চালনা করেন সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীণা, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আবু বকর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহম্মেদ ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৩

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৪

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

১৫

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

১৬

আকিজ গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকবে নানা সুবিধা 

১৭

বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

১৮

যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করছে ভারত

১৯

২৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X