গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:৩০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ, বিএনপি অফিস ভাঙচুর

বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীরা। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মীরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মিসভা চলছিল। সে সময় হঠাৎ নুরুল হক নুরের সমর্থকরা আমাদের অফিসে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ও নেত্রীর ছবি ভাঙচুর করে। এতে আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন চর বিশ্বাস ইউনিয়নের কৃষক দলের সভাপতি মাকসুদ খান। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। এ ছাড়াও আহত হয়েছেন চর বিশ্বাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল-আমীন, মহিউদ্দিন আল মুইন (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, চর বিশ্বাস ইউনিয়ন), তাহসান ইসলাম নাইম (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), মো. বাপ্পি (যুগ্ম সাধারণ সম্পাদক চর বিশ্বাস ইউনিয়ন), মো. লোকমান (সভাপতি ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), শিহাব খলিফা (সদস্য চর বিশ্বাস ইউনিয়ন ছাত্রদল), হৃদয় মামুন (সাধারণ সম্পাদক ছাত্রদল চর বিশ্বাস ইউনিয়ন), জাকির বয়াতি (যুগ্ম সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ মফিজ (সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল চর বিশ্বাস ইউনিয়ন), সৈকত দফাদার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেচ্ছাসেবক দল চরকালজ), মেহেদী (সদস্য, ছাত্রদল চর কাজল), তরিকুল (সদস্য, ছাত্রদল চর কাজল), সোহেল (বিএনপির অফিস সহায়ক চর বিশ্বাস ইউনিয়ন) ।

গণঅধিকার পরিষদের ইউনিয়নের সদস্য সচিব মো. জুয়েল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা ছিল। শুরুতেই পাশের বিএনপি অফিস থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। আমরা সময় চেয়ে কথা বললেও তাদের একজন উচ্চস্বরে অশালীন মন্তব্য করে। একপর্যায়ে তাদের নেতাকর্মীরা নুরের ছোট ভাই আমিনুল ইসলামকে মারধর করে।

তিনি বলেন, এ ঘটনায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন সদস্য আহত হন। তারা হলেন, ভিপি নুরের ছোট ভাই আমিনুল, ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি কনক, সাধারণ সম্পাদক জিহাদ, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শামিম, কে আলী কলেজ শাখার সভাপতি শামিম, জিহাদ আকন, ৬ নম্বর ওয়ার্ডের যুবঅধিকারের যুগ্ম সদস্য সচিব জালাল।

গণঅধিকার পরিষদের অভিযোগ, বিএনপির কর্মীরা তাদের অফিসের চেয়ার নিজেরাই ভেঙে সংঘর্ষকে পুঁজি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে।

ওসি আশাদুর রহমান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে আমরা সতর্ক রয়েছি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই সনদের খসড়ায় যা আছে

১০

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১১

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১২

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৩

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৪

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৫

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৬

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৭

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১৮

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

১৯

ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু

২০
X