কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে গভীর রাতে বিস্ফোরণ

বিস্ফোরণে ভবনের ফ্লোরে ফাটল দেখা দিয়েছে। ছবি : কালবেলা
বিস্ফোরণে ভবনের ফ্লোরে ফাটল দেখা দিয়েছে। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে বিস্ফোরণে এক শিশু ও তার মা-বাবাসহ তিনজন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শনিবার (২১ জুন) রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্যা খেজুরবাগ এলাকার পাকিজা নামক একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আট বছর বয়সী শিশু আল সামির, তার বাবা ফারুক হোসেন (৪০) এবং মা শিউলি আক্তার (৩০)। তারা ভবনটির নিচতলার একটি কক্ষে বসবাস করছিলেন।

আহত ফারুক হোসেন বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দেখি আমার স্ত্রী শিউলীর হাত ও ছেলের শরীর আগুনে পুড়ে গেছে। আমার নিজের মুখের একপাশও দগ্ধ হয়। আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসা নিয়ে বাসায় ফিরি।

তিনি আরও বলেন, মাসখানেক ধরে রুমের ফ্লোর অস্বাভাবিকভাবে গরম হচ্ছিল। বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি মেরামতের আশ্বাস দিয়েছিলেন।

ভবনের মালিক সহিদ বলেন, ঘটনার সময় আমি পাশের কক্ষে ঘুমাচ্ছিলাম। শব্দ শুনে ছুটে এসে দেখি দেয়াল ধসে গেছে। ভবনটি ইউনিয়ন পরিষদের অনুমোদন নিয়ে নির্মাণ করেছেন এবং ভবনে ১০টি পরিবার বসবাস করছে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) তুষার জানান, বিস্ফোরণের পরপরই স্থানীয়ভাবে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। ভবনের দেয়াল আংশিক ধসে গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। নিচতলার দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ভবনটি ময়লা-আবর্জনায় ভরাট ডোবার ওপর নির্মিত হওয়ায় সেখান থেকে সৃষ্ট বায়োগ্যাসের চাপ কিংবা পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে। পাশাপাশি অধিকতর তদন্তও চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১০

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১১

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১২

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৩

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৪

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৫

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৭

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৮

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৯

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

২০
X