বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, অতঃপর...

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় মূলহোতাসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় মূলহোতাসহ দুজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২২ জুন) রাতে শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ১৫ জুন বগুড়া আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে রাবেয়া রিয়া অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বিকাশে মুক্তিপণ আদায় করেন গ্রেপ্তারকৃতরা।

সোমবার (২৩ জুন) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়ারা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়ার মাজেদ আলীর মেয়ে রাবেয়া রিয়া (২০) ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

বগুড়া র‌্যাব-১২ জানায়, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। এক পর্যায়ে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৮ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া ওই শিক্ষকের কাছে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নামে র‌্যাব । এর এক সপ্তাহ পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X