টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প এলাকায় ওয়াশিং কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে পুরো শিল্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কারখানায় অস্থায়ীভাবে কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল ‘ঢাকা ওয়াশিং প্ল্যান্ট-২’ নামের একটি কারখানা। ওই কারখানায় ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছিলেন যুবদল ও শ্রমিকদলের দুই নেতা—মো. আবদুল কুদ্দুছ (৩৮) ও মো. শাকিল আহমেদ (৩২)। দুজনেই টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেনের অনুসারী।

অপরদিকে, ছাত্রদল নেতা মো. আকাশ, (যিনি বিএনপি নেতা শাহনূর ইসলাম রনির অনুসারী হিসেবে পরিচিত) বুধবার সকাল ১১টার দিকে ২৫-৩০ জন সহযোগী নিয়ে কারখানায় প্রবেশ করেন। তারা কুদ্দুছ-শাকিল গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ড্রাই প্রসেস ইউনিটের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেন এবং শ্রমিকদের বের করে দেন।

পরে কুদ্দুছ-শাকিলপন্থী নেতারা শ্রমিকদের ফিরিয়ে এনে পুনরায় কার্যক্রম চালু করেন। কিন্তু বিকেল ৬টার দিকে আবার উত্তেজনা ছড়ায়। আকাশ গ্রুপ দ্বিতীয়বারের মতো কারখানায় প্রবেশ করে শ্রমিকদের বের করে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

চোখের সামনে সংঘর্ষ দেখতে পাওয়া স্থানীয়রা জানান, ওই সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলো (সাবেক সাধারণ সম্পাদক, ৪৫ নম্বর ওয়ার্ড যুবদল) এর নেতৃত্বে কুদ্দুছ-শাকিলপন্থীরা বাঁশতলা রোডে অবস্থান নেয়। সেখানে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়।

গোপন সূত্রের দাবি, দেলোয়ার অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন কুদ্দুছ ও শাকিল। অভিযোগে তারা উল্লেখ করেন, ছাত্রদল নেতা আকাশ ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ওয়াশিং ইউনিটের কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।

অভিযুক্তদের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিসিক শিল্পনগরীর কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, সম্প্রতি শিল্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। কেউ প্রতিবাদ করলেই হামলা-মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কোন কমিটির নেতৃত্বে কে?

চট্টগ্রামে যুবদলের দুই নেতাকে বহিষ্কার

মানসিক ভারসাম্যহীন মা, ফুটফুটে কন্যা সন্তান পেল নতুন ঠিকানা

ট্রাম্পের ‘ডাক্তার দেখানো উচিত’ মন্তব্যে গ্রেটা থুনবার্গের পাল্টা জবাব

১৭ মাসে কোরআনে হাফেজ, উপহার পেল রাদিফ

তিন মাসে ৫০ দিন অনুপস্থিত মেডিকেল অফিসার

কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

১০

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

১১

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

১২

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

১৩

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

১৪

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

১৫

বছরের প্রথম সুপারমুন আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

১৬

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

১৭

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১৮

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

১৯

কমলো এলপি গ্যাসের দাম 

২০
X