হবিগঞ্জের মাধবপুরে প্রচণ্ড ঝড়ে আহত একটি বিরল প্রজাতির ঈগল পাখিকে উদ্ধার করেছে পাখি প্রেমিক সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের কৃষিক্ষেতে আহতাবস্থায় ওই ঈগলটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের হুমায়ুন ও শান্ত শাহ নামের দুই যুবক কৃষিক্ষেত্রে আহত ঈগলটিকে দেখতে পায়। এরপর তারা পাখিপ্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসির সঙ্গে যোগাযোগ করে। পরে ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল দ্রুততম সময়ের মধ্যে ঈগল পাখিটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করে।
এরপর স্থানীয় জগদীশপুর বন বিভাগের কর্মকর্তা বিট কর্মকর্তা হাবিবুল্লাহর তত্ত্বাবধানে সর্বসাধারণের উপস্থিতিতে ঈগল পাখিটি অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন